Civic Volunteer Arrested: কনস্টেবল পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি, তরুণীর সঙ্গে সহবাস! বর্ধমানে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

Last Updated:

পুলিশ সূত্রে খবর, গত ১৪ অক্টোবর ই-মেলের মাধ্যমে ওই মহিলা জেলা পুলিশের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন।

বর্ধমানে ধৃত সিভিক ভলেন্টিয়ার৷
বর্ধমানে ধৃত সিভিক ভলেন্টিয়ার৷
ভুয়ো পরিচয় দিয়ে প্রথমে সমাজমাধ্যমে বন্ধুত্ব,পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে পূর্ব বর্ধমানের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম আজাহার হোসেন৷ তিনি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ধৃবাড়ির বাসিন্দা৷ ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী পশ্চিম বর্ধমানের একটি সরকারি হাসপাতালের কর্মী। শুক্রবারই তিনি বর্ধমান মহিলা থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, সমাজমাধ্যমে পরিচয় হওয়ার পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।ধৃত নিজেকে রাজ্য পুলিশের ‘স্পেশাল কনস্টেবল’ বলে পরিচয় দিয়েছিল এবং তাঁর বাড়ি কলকাতা বলে অভিযোগকারিণীকে জানিয়েছিল।পরিচয় ও পেশা গোপন রেখে বিয়ের আশ্বাস দিয়ে শারীরীক সম্পর্কও তৈরি করেছিল বলে অভিযোগ। প্রতারণা করার পাশাপাশি ওই তরুণীকে হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
advertisement
পুলিশ সূত্রে খবর, গত ১৪ অক্টোবর ই-মেলের মাধ্যমে ওই মহিলা জেলা পুলিশের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার থানায় বাজেয়াপ্ত করা মোবাইল ব্যবহার করে কথা বলত, তেমনই থানার বাজেয়াপ্ত করা মোটরসাইকেল নিয়ে ঘুরত।
advertisement
এমন কি, পুলিশ পোর্টাল ব্যবহার করে তার মোবাইল নম্বর ধরে সে কোথায় যাচ্ছে, কী করছে, তার খোঁজ নিয়ে নানাভাবে হুমকি দিত ওই সিভিক ভলেন্টিয়ার। জেলা পুলিশ বিশেষভাবে তদন্ত করার পরেই ওই মহিলাকে লিখিত অভিযোগ করার জন্য পরামর্শ দেয়৷ শুক্রবার বর্ধমান মহিলা থানায় এসে অভিযোগ জানান ওই তরুণী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer Arrested: কনস্টেবল পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি, তরুণীর সঙ্গে সহবাস! বর্ধমানে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement