Barddhaman Special School : দেখে কে বলবে ওরা বিশেষভাবে সক্ষম! বর্ধমানের বেসরকারি স্কুলে অন্যদের মতোই সমানতালে চলছে পড়াশোনা

Last Updated:

Barddhaman Special School : বর্ধমানের একটি বেসরকারি স্কুলে স্বাভাবিক শিশুদের সঙ্গেই এক ঘরে পাশাপাশি বসিয়ে পড়াশোনা করছে বিশেষভাবে সক্ষম শিশুরাও।

+
স্কুলে

স্কুলে পঠনপাঠন

পূর্ব বর্ধমান,সায়নী সরকার: ওরাও পারবে, শুধু প্রয়োজন একটু ভালবাসার। সমাজ তাদের অনেক সময় আলাদা ভাবে দেখলেও, বর্ধমানের এই স্কুল তাদের আলাদা হতে দেয়নি। স্বাভাবিক শিশুদের সঙ্গেই এক ঘরে পাশাপাশি বসিয়ে পড়াশোনা করছে বিশেষভাবে সক্ষম শিশুরাও। নতুন নতুন বন্ধুর সঙ্গে কথা বলা, খেলা, একসঙ্গে বসে খাবার খাওয়ার পাশাপশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের যত্ন ও ভালবাসার মাধ্যমে শিক্ষাদানের ফলে ওরাও আজ স্বাভাবিক শিশুদের থেকে কিছু কম না।
বর্ধমানের গোলাপবাগ নিবেদিতাপল্লী এলাকায় অবস্থিত একটি ইংরেজি মাধ্যম প্রি-স্কুল এবং ডে-কেয়ার স্কুলে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। এখানে স্বাভাবিক শিশুদের পাশাপাশি একই সঙ্গে বসে পড়াশোনা করানো হয় বিশেষ ভাবে সক্ষম শিশুদের। শুধু পড়াশোনায নয়, পাশাপাশি তাদের শেখানো হয় বিহেভিয়ার ম্যানেজমেন্ট ও কাউন্সিলিং। যাতে সকলের সঙ্গে তাল মিলিয়ে তারা এগিয়ে চলতে পারে জীবনে। বিদ্যালয়ের কর্নধার কেয়া খাতুন বলেন, প্রথমে তিনি একটি স্কুলে চাকরি করতেন, সেখান থেকেই নিজের স্কুল করার ইচ্ছা।
advertisement
advertisement
কয়েকবছর আগে মেমারীতে নিজের একটি স্কুলও করেন। সেখানেই একদিন বিশেষভাবে সক্ষম একটি শিশুকে নিয়ে আসে তার অভিভাবকরা। তাঁরা জানান, শিশুটি বিশেষ ভাবে সক্ষম। তাই কোন স্কুল ভর্তি নিচ্ছে না। তিনি শিশুটিকে ভর্তি নেন তার স্কুলে এবং সেখান থেকেই শুরু তার এই কাজ। তিনি বলেন, ওই শিশুটিকে পড়াতে গিয়ে বুঝেছি, ওরাও আর পাঁচটা শিশুর মতোই। শুধু ওদের দরকার একটু ভালবাসা ও বিশেষ যত্ন।পরে বর্ধমানেও একটি স্কুল করেছেন তিনি। সেখানেও স্বাভাবিক শিশুদের পাশাপাশি বিশেষভাবে সক্ষম শিশুদর পড়ান হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পড়াশুনার পাশাপাশি নানান এক্টিভিটি করানো হয় তাদের। ভবিষ্যতে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে আরও কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। তাই তিনি নিজেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিং, বিহেভিয়ার থেরাপি, অঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে শুরু করেছেন পড়াশোনা। তাঁর কথায় বিশেষভাবে সক্ষম শব্দটি কোনও দুর্বলতা নয়, শুধু প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। একটু অতিরিক্ত যত্ন ও ভালবাসা পেলে তারাও পারবে মূলস্রোতে এসে স্বাভাবিক শিশুদের মতই নিজেদের প্রমাণ করতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barddhaman Special School : দেখে কে বলবে ওরা বিশেষভাবে সক্ষম! বর্ধমানের বেসরকারি স্কুলে অন্যদের মতোই সমানতালে চলছে পড়াশোনা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement