Geriatric Dental OPD : প্রবীণ রোগীদের আর দাঁড়তে হবে না লাইনে, রাজ্যে প্রথম বর্ধমানে চালু হল জেরিয়াটিক ডেন্টাল ওপিডি

Last Updated:

Geriatric Dental OPD : ৬০ বছরের ঊর্ধ্ব রোগীদের আর দাঁড়াতে হবে না লাইনে। বর্ধমান ডেন্টাল কলেজে চালু হল জেরিয়াটিক ডেণ্টাল ওপিডি।

বর্ধমান ডেন্টাল কলেজ
বর্ধমান ডেন্টাল কলেজ
বর্ধমান, সায়নী সরকার : ৬০ বছরের ঊর্ধ্ব রোগীদের আর দাঁড়াতে হবে না লাইনে। বর্ধমান ডেন্টাল কলেজে চালু হল জেরিয়াটিক ডেন্টাল ওপিডি। রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান ডেন্টাল কলেজেই চালু হল এই পরিষেবা। এর ফলে উপকৃত হবেন বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলি বাসিন্দারাও।
বর্ধমান ডেন্টাল কলেজে প্রতিদিনই বহু মানুষ আসেন দাঁতের চিকিৎসা করাতে। শুধুমাত্র বর্ধমান জেলা নয়, আশেপাশের জেলা থেকেও আসেন অসংখ্য মানুষ। সকাল থেকেই থাকে লম্বা লাইন। প্রবীণ থেকে নবীন সকলকেই দাঁড়াতে হয় লাইনে। কিন্তু এবার আর প্রবীণ নাগরিকদের দাঁড়াতে হবে না লাইনে।
advertisement
advertisement
প্রবীণ নাগরিকদের দন্তচিকিৎসা পরিষেবা আরও সহজ এবং দ্রুত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল বর্ধমান ডেন্টাল কলেজ। রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান ডেন্টাল কলেজে চালু হল জেরিয়াটিক ডেন্টাল ওপিডি বা (Geriatric Dental OPD ) বার্ধক্যজনিত দন্তচিকিৎসা বহির্বিভাগ। ডা. সাইফুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার থেকে ৬০ বছরের উর্দ্ধ রোগীদের আর বর্ধমান ডেন্টাল কলেজের লাইনে দাঁড়াতে হবে না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারণ বর্ধমান মেডিকেলে চালু হয়েছে জেরিয়াটিক ডেন্টাল ওপিডি। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম পৃথক ক্লিনিক এটি (Geriatric Dental OPD / বার্ধক্যজনিত দন্তচিকিৎসা বহির্বিভাগ)। যেখানে বয়স্ক ব্যক্তিদের দাঁতের চিকিৎসা করাতে এসে যাতে সমস্যায় না পড়তে হয়, তার জন্যই চালু করা হয়েছে এই ব্যবস্থা। ফলে উপকৃত হবেন রোগীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Geriatric Dental OPD : প্রবীণ রোগীদের আর দাঁড়তে হবে না লাইনে, রাজ্যে প্রথম বর্ধমানে চালু হল জেরিয়াটিক ডেন্টাল ওপিডি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement