Purba Bardhaman News:দারিদ্রতার কাছে হার মেনেছে প্রতিভা! কেরলে-মুম্বইয়ে খেলা ফুটবলারে দিন কাটছে ছবি এঁকে
- Reported by:BONOARILAL CHOWDHURY
- hyperlocal
Last Updated:
Purba Bardhaman News: বয়স মাত্র ১৯ বছর। তবে এই বয়সেই নিজের দক্ষতায় পাড়ি দিয়েছিল মুম্বই। একটা সময়ে তার পায়ের জাদুতে মেতে থাকতো গোটা মাঠ। বর্তমানে দিন কাটছে ছবি এঁকে।
পূর্ব বর্ধমান: বয়স মাত্র ১৯ বছর। তবে এই বয়সেই নিজের দক্ষতায় পাড়ি দিয়েছিলেন মুম্বইতে। একটা সময়ে তার পায়ের জাদুতে মেতে থাকত গোটা মাঠ। তবে বর্তমানে ফুটবল ছেড়ে হাতে তুলে নিয়েছেন রং-তুলি। বর্ধমানের দেবাশীসের জীবনের কাহিনি সত্যিই বিচিত্র! পাল্লা রোডের বাসিন্দা দেবাশীস বালা। ফুটবলে তাঁক প্রতিভার খামতি ছিল না। কলকাতায় অনুশীলন করার সময়ই ফুটবলের টানে পারি কেরলে। তারপর মুম্বই। বয়সে ছোট হলেও মুম্বইয়ে ফুটবল খেলেছে সিনিয়র বিভাগে। একসময় কেরলের একটি প্রতিষ্ঠানে সে কোচিংও দিয়েছে। তবে এরপরই হয় ছন্দ পতন!
পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় বাড়ি ফিরে আসতে হয় দেবাশীসকে। ফুটবল খেলে তেমন রোজগার না হওয়ায় বেছে নিতে হয় অন্য রাস্তা। ছোটো থেকে আঁকতে ভালোবাসে সে। কোনওদিন প্রথাগত শিক্ষা না পেলেও, ছবি আঁকা ছাড়েনি দেবাশীস। বর্তমানে এই ছবি এঁকেই রোজগার হয় তার। এই প্রসঙ্গে দেবাশীষ জানিয়েছেন, ছবি আঁকা সে কোথাও শেখেনি। এখন সে বাচ্চাদের ছবি আঁকা শেখায় এবং ওয়াল পেন্টিংয়ের কাজ করে।
advertisement
দেবাশীসের কথায়, মুম্বইয়ে ফুটবল অনুশীলন করা কালীন ঠিক মত খাবার জুটত না তার। বাড়ি থেকে পাঠানো টাকায় দিন গুজরান হত না দেবাশীসের। অধিকাংশ দিন নুডুলস খেয়ে দিন কাটত তাঁর। তাই বাধ্য হয়ে অবশেষে ঘরে ফিরে আসতে হয় । নিজের ছেলের প্রসঙ্গে দেবাশীসের মা লক্ষ্মী বালা জানিয়েছেন,”আমার ছেলে ভাল ফুটবল খেলত। মুম্বইয়ে ফুটবল খেলত। কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। ওই খরচ টেনে নিয়ে যেতে পারছিলাম না। এখন পেন্টিং এর কাজ করে নিজের হাত খরচ তুলে নেয়। বড়ো সুযোগ এলে খেলবে, চেষ্টা চালিয়ে যাবে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: একক-দশক থেকে লক্ষ-নিযুত-কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু কোটির পর কী কী রয়েছে জানেন?
সবুজ মাঠ , ফুটবল ছেড়ে এখন দেবাশীসের দুনিয়া রং-তুলি। তবে আগামি দিনে বড়ো সুযোগ এলে সবুজ মাঠে দুপায়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে বর্ধমানের দেবাশীস বালা। দেবাশীসের ফের মাঠে নামার স্বপ্ন কোনওদিন বাস্তব হয় কিনা তা বলবে সময়। আপাতত তাঁর সঙ্গী দারিদ্রতা ও রং-তুলি।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 1:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News:দারিদ্রতার কাছে হার মেনেছে প্রতিভা! কেরলে-মুম্বইয়ে খেলা ফুটবলারে দিন কাটছে ছবি এঁকে