West Medinipur News: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতদলের হানা! জানলার রড ভেঙে ডাকাতির চেষ্টা, পিংলায় চাঞ্চল্য
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Medinipur News: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানলার রড ভেঙে ডাকাতির চেষ্টা! তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানলা ভেঙে ডাকাতির চেষ্টা। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা বাজারে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে বলে অনুমান পুলিশের। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পিংলা থানার পুলিশ।
জানা যাচ্ছে, পিংলা বাজারের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানলার রড ভেঙে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। এহেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে বিষয়টি অনেকের নজরে পড়তেই পিংলা থানায় খবর দেওয়া হয়। পিংলা থানার পুলিশ ও এসডিপিও ডেবরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
আরও পড়ুনঃ শিলিগুড়িবাসীর জন্য গুড নিউজ! শহরে প্রথমবার জাতীয় স্তরের ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কনক্লেভ’, পর্যটনের মানচিত্রে নতুন দিশা
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তবে তা বিফল হয়েছে। শুধু ব্যাঙ্কের একটি হার্ডডিস্ক নিয়ে পালিয়েছে ডাকাতদল। ডাকাতি করতে পারেনি বলেই হয়তো তথ্য প্রমাণ নষ্টের জন্য তাঁরা হার্ডডিস্কটি নিয়ে চম্পট দিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
advertisement
এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যাঙ্কের একটি জানলার ৬টি লোহার রডের মধ্যে একটি ভাঙা। রড ভেঙে সেই জানলা দিয়ে ব্যাঙ্কের ভিতরে ঢুকেই হয়তো ডাকাতির পরিকল্পনা করেছিল ডাকাতদল। যদিও তাঁদের সেই প্ল্যান সফল হয়নি। কেবলমাত্র ব্যাঙ্কের একটি হার্ডডিস্ক নিয়ে পালিয়ে গিয়েছে তাঁরা। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 13, 2026 6:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতদলের হানা! জানলার রড ভেঙে ডাকাতির চেষ্টা, পিংলায় চাঞ্চল্য











