Purulia Bus Stand: বদলে যাবে পুরুলিয়া বাসস্ট্যান্ডের নাম! বাসিন্দাদের দাবি ঘিরে জল্পনা, শুধু জেলাশাসকের এক কথার অপেক্ষা

Last Updated:

স্থানীয়দের দাবি মেনে নিলেই বদলে যাবে পুরুলিয়া বাসস্ট্যান্ডের নাম

+
পুরুলিয়া

পুরুলিয়া বাসস্ট্যান্ড

পুরুলিয়া: মানভূমের লোকসংস্কৃতির আঙ্গিনাকে সমৃদ্ধ করে ছৌ।‌ পদ্মশ্রী ছৌ নৃত্য শিল্পী গম্ভীর সিং মুড়া। তার জন্যই আজ পুরুলিয়া এই বিশ্বজোড়া খ্যাতি। সেই গম্ভীর সিং মুড়ার নামে পুরুলিয়া বাসস্ট্যান্ডের নামকরণ ও তার মূর্তি স্থাপন করার দাবি জানাল আদিবাসী সংগঠনের। ইতিমধ্যেই তারা তাদের দাবি তুলে ধরেছেন পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালীর কাছে।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লক্ষীনারায়ণ সিং সর্দার বলেন, পুরুলিয়া সঙ্গে ছৌ নৃত্য ওতপ্রোতভাবে জড়িত। এই ছৌ নাচের জন্যই বিশ্বের দরবারে পুরুলিয়ার এতখানি খ্যাতি। সেই ছৌ নৃত্যকে সকলের কাছে তুলে ধরেছেন পদ্মশ্রী গভীর সিং মুড়া। ‌তার অবদান অনেকখানি রয়েছে ছৌ শিল্পীদের জীবনে। তাই তার নামে পুরুলিয়া বাসস্ট্যান্ডের নামকরণ হলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, বাসস্ট্যান্ডের সমস্ত কাজ দেখাশোনার দায়িত্বে পুরসভা থাকলেও বাসস্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত সম্পূর্ণ জেলাশাসকের উপরেই বর্তায়। তাই এ-বিষয়ে পুরুলিয়া পৌরসভা কোন সিদ্ধান্ত নিতে পারবে না। বিষয়টি জানানো হয়েছে।‌ জেলাশাসক দফতর থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছৌ নৃত্য মানেই উঠে আসে পুরুলিয়ার নাম। আর পুরুলিয়ায় ছৌ শিল্পের স্রষ্টা গম্ভীর সিং মুড়া সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন পুরুলিয়ার ছৌ নৃত্যকে। যার কারণে তৎকালীন ভারত সরকার তাঁকে পদশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করে। কিন্তু পুরুলিয়া শহরে এই মহান শিল্পীর কোন মূর্তি নেই। বিভিন্ন সময়ে পুরুলিয়া বাসস্ট্যান্ডের নামকরণ এই মহান শিল্পীর নামে করার দাবী উঠেছে। এবার সেই দাবিজানালপশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Bus Stand: বদলে যাবে পুরুলিয়া বাসস্ট্যান্ডের নাম! বাসিন্দাদের দাবি ঘিরে জল্পনা, শুধু জেলাশাসকের এক কথার অপেক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement