২ কিমির মধ্যে পোস্ট অফিস থাকলে...! বড় প্রস্তাব ডাক বিভাগের, হয়রানি বৃদ্ধির আশঙ্কা গ্রাহকদের

Last Updated:

Post Office: এই প্রস্তাবে এক পোস্ট অফিসের উপর চাপ বেড়ে যাবে বলে মনে করছেন গ্রাহকরা

পোস্ট অফিস। ফাইল ছবি
পোস্ট অফিস। ফাইল ছবি
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ দু’কিমির মধ্যে থাকা একাধিক পোস্ট অফিস স্থানান্তর করার প্রস্তাব দিল ডাক বিভাগ। নয়া প্রস্তাবের ফলে সমস্যা বাড়বে বলে মত গ্রাহকদের। একাধিক পোস্ট অফিস স্থানান্তর করার প্রস্তাব দিয়েছে বাঁকুড়া জেলা ডাক বিভাগ। জেলা ডাক বিভাগ জানাচ্ছে, দু’কিমি দূরত্বের মধ্যে একাধিক পোস্ট অফিস থাকলে সেই পোস্ট অফিসগুলিকে স্থানান্তরিত করা হবে। সেখানকার কর্মীদের অনান্য জায়গায় নিয়ে যাওয়া হবে। গ্রামীণ এলাকায় যে সকল পোস্ট অফিস একজন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে চলছে, সেখানে তাঁদের পোস্টিং করা হবে।
বাঁকুড়া জেলা ডাকঘর কর্তৃপক্ষের কাছে এমনই প্রস্তাব পাঠিয়েছে ডাকঘর বিভাগ। সেই স্থানান্তরের ক্ষেত্রে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা ডাকঘর কর্তৃপক্ষ। ডাকঘর বিভাগের নয়া প্রস্তাবে মানুষের হয়রানি আরও বাড়বে বলে মনে করছেন গ্রাহকরা।
আরও পড়ুনঃ জলের পাইপ-কল চুরি! অবশেষে হাতেনাতে ধরা পড়ল চোর, তারপর যা ঘটল খড়দহে…
সম্প্রতি বাঁকুড়া জেলার একাধিক ডাকঘর স্থানান্তরিত করার প্রস্তাব পাঠিয়েছে বাঁকুড়া জেলা ডাকঘর কর্তৃপক্ষ। বাঁকুড়া ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, অনেক গ্রামীণ পোস্ট অফিসে একজন কর্মী সব কাজ সামলাচ্ছেন। সেখানে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। সেই সব পোস্ট অফিসগুলিতে কর্মী সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
advertisement
advertisement
বাঁকুড়া জেলা মুখ্য ডাকঘর সুপারিনটেনডেন্ট জানান, বিশেষত শহরাঞ্চলে ২ কিমির মধ্যে একাধিক পোস্ট অফিস রয়েছে। নয়া প্রস্তাবে সেই পোস্ট অফিসগুলিকে মার্জ করা হবে। সেই পোস্ট অফিসের অর্থনৈতিক লাভ দেখেই এমনটা করা হবে। যদি দেখা যায়, সেই পোস্ট অফিসের লেনদেন তেমন লাভজনক নয়, সেক্ষেত্রে সেই পোস্ট অফিস সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। কর্মীর অভাব থাকা অনান্য গ্রামীণ ডাকঘরে এই কর্মীদের নিয়ে যাওয়া হবে। গ্রামীণ পোস্ট অফিসগুলির কর্মী নিয়োগ করে গ্রামীণ পোস্ট অফিসগুলির পরিকাঠামোর উন্নয়ন করা হবে। প্রয়োজনে আর্থিক লাভ দেখেই নতুন কোনও স্থানে পোস্ট অফিস খোলা হতে পারে, এমন পরিকল্পনাও রয়েছে বলে জানাচ্ছে জেলা ডাক বিভাগ।
advertisement
আরও পড়ুনঃ আসানসোলেই এবার মায়াপুর ISKCON মন্দির! হয়ে গেল উদ্বোধন, ছবিতে রইল ভিতরের ঝলক
এদিকে ডাক বিভাগের এই নতুন প্রস্তাব খুব একটা কার্যকরী হবে না বলে মত গ্রাহকদের। তাঁদের দাবি, এই প্রস্তাবে এক পোস্ট অফিসের উপর চাপ বেড়ে যাবে। তাতে সাধারণ গ্রাহকদের বেশি হয়রানি হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২ কিমির মধ্যে পোস্ট অফিস থাকলে...! বড় প্রস্তাব ডাক বিভাগের, হয়রানি বৃদ্ধির আশঙ্কা গ্রাহকদের
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement