গানেই রয়েছে 'ওষুধ'! শ্রোতা এখন রোগীরা, পেশার সঙ্গে নেশার অদ্ভুত মিল! জানুন গ্রামীণ চিকিৎসকের গুণ
- Reported by:Ranjan Chanda
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
পেশার সঙ্গে একাত্ম করেছেন নেশা। ভালোবাসার সঙ্গে বেঁধেছেন দোতারার সুর। ওষুধের আগেও রোগীরা সুস্থ হয়ে ওঠে চিকিৎসকের গলার স্বরে। গান ভালোবাসা, চিকিৎসার সঙ্গে গানের সুর, গ্রামীণ চিকিৎসকের গুণ অবাক করবে।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গানের সঙ্গে চিকিৎসার এক আত্মার যোগ। গান অসুস্থ মানুষকে অনেকটাই সুস্থ করে তুলতে পারে। আর নিজের ডিসপেনসারিতে বেশিরভাগ সময় তার কাছে আসা রোগীদের গান শোনান তিনি। পেশায় তিনি একজন গ্রামীণ চিকিৎসক। সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা দিতে তিনি করেন চেম্বার।
তাতেই দোতারাতে সুর তোলেন বিভিন্ন লোক গানের। লালন ফকির থেকে বাংলার বাউল তার গলায় শোনে চিকিৎসা করাতে আসা রোগী ও তার পরিজনেরা। এভাবেই দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে গানের সঙ্গে সময় কাটিয়েছেন এই গ্রামীন চিকিৎসক।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার কুশবসান গ্রামে জন্ম। ছোটবেলায় সামান্য মধ্যবিত্ত পরিবারে গান-বাজনার চর্চা তেমন ছিল না। বাড়ির আর্থিক দুরবস্থার কারণে জোটেনি হারমোনিয়াম। ছেলেবেলায় কয়েকদিন গান শিখলেও বাদ্যযন্ত্রের অভাবে তা আর বেশিদূর এগোয় নি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি তার ছোটবেলার সুপ্ত ইচ্ছাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখনও একাধিক গুরুর কাছে তিনি তালিম নেন। ভবা পাগলার গান থেকে শাস্ত্রীয় সংগীত এমনকি লোকসঙ্গীতেও তালিম নিচ্ছেন তিনি। পেশাগতভাবে তিনি একজন গ্রামীণ চিকিৎসক। পেশার সঙ্গে নেশাকে তিনি এক করেছেন। বিভিন্ন মঞ্চে গান গাইলেও তার প্রধান স্রোতা তার কাছে আসা রোগীরা।
advertisement
এমনই এক সংগীত শিল্পী কালিপদ টুং। বাংলার বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠানে তিনি লোকসংগীত পরিবেশন করেন। তবে সপ্তাহের বেশিরভাগ দিন তিনি তার চেম্বারের সময় কাটান। চেম্বার ফাঁকা থাকলেই বসে পড়েন দোতারায়। জুড়ে দেন সুর। শুধু তাই নয় রোগীদের চিকিৎসা পরিষেবার পর তাদের গান শোনান কালিপদ বাবু। আর এতে বেজায় খুশি রোগীরা। ছেলেবেলায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে সাধ পূরণ হয়নি, বড় হতেই তাকেই করেছেন জীবনের এক অঙ্গ।
advertisement
পেশার সঙ্গে একাত্ম করেছেন নেশা। ভালোবাসার সঙ্গে বেঁধেছেন দোতারার সুর। ওষুধের আগেও রোগীরা সুস্থ হয়ে ওঠে চিকিৎসকের গলার স্বরে। দীর্ঘ বেশ কয়েক দশকের তার এই গান-বাজনা চর্চা এবং পেশার সঙ্গে নেশার একাত্মতা থাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Oct 18, 2025 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গানেই রয়েছে 'ওষুধ'! শ্রোতা এখন রোগীরা, পেশার সঙ্গে নেশার অদ্ভুত মিল! জানুন গ্রামীণ চিকিৎসকের গুণ






