Primary TET Recruitment: 'অভিষেকের কথা শুনলে...', টেট আন্দোলনকারীদের সমস্যা নিয়ে বিধায়কের মন্তব্যে বিতর্ক
- Published by:Sanjukta Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Primary TET Recruitment: রবিবার বর্ধমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য শাখার প্রীতি সম্মেলন ও কর্মীসভা ছিল। সেখানেই এই মন্তব্য করেন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাঝি।
#বর্ধমান: অভিষেকের কথা শুনে আন্দোলনকারীরা উঠে গেলে টেট উত্তীর্ণদের সমস্যা অনেক আগেই মিটে যেত। সে কথা না শুনে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। বর্ধমান এমনই দাবি করলেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে।
রবিবার বর্ধমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য শাখার প্রীতি সম্মেলন ও কর্মীসভা ছিল। সেখানেই এই মন্তব্য করেন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাঝি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা প্রমুখ ও উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
নির্মল মাঝি বলেন, 'আন্দোলনকারীদের কাছে যেদিন অভিষেক গিয়েছিলেন সেদিন অভিষেকের কথা শুনে তাঁরা উঠে গেলে কবে এই সমস্যা মিটে যেত। এমনকি দিদিও (মমতা বন্দ্যোপাধ্যায়)নিজে বলেছিলেন ওদের চাকরি দিয়ে দেবেন। কিন্তু তারা শোনেননি। বামপন্থী আইনজীবীদের কথা শুনে কোর্টে চলে গেলেন। এখন কোর্ট যা করার করবে। দিদির ওপর ছেড়ে দিলে কবে হয়ে যেত।'
advertisement
আন্দোলন কারীদের সিপিএম-সহ বিরোধীরা পেছন থেকে ইন্ধন জুগিয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। নির্মল মাঝি বলেন,অনেক জায়গাতেই আন্দোলন হচ্ছে। ইট ছুড়ছে পাথর ছুড়ছে, বোম ছুড়ছে। কিন্তু এখানে পুলিশ মার খেয়েও কোথাও কিছু করছে না।
advertisement
নির্মল মাঝির এই মন্তব্যের বিরোধিতা করেছে সিপিএম এবং বিজেপি। সিপিএমের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সৈয়দ হোসেন বলেন, যারা পরীক্ষা দিয়ে পাস করেও চাকরি পায়নি তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন? লোক হাসানোর জন্য ওরা এই কথা বলছে।
বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা বলেন, এই আন্দোলন শাসক দলকে ভয় পাইয়ে দিয়েছে। তাদের নেতাদের কথায় একটা পরিষ্কার। তিনি এখন কেন এখন এইসব কথা আগ বাড়িয়ে বলছেন? এতদিন ধরে আন্দোলন চলল তখন কেন রাজ্য সরকারের টনক নড়লো না তা তারা এখন ভেবে দেখুক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 9:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Primary TET Recruitment: 'অভিষেকের কথা শুনলে...', টেট আন্দোলনকারীদের সমস্যা নিয়ে বিধায়কের মন্তব্যে বিতর্ক