South 24 Parganas News : হারিয়ে যাওয়া পটশিল্পকে বাঁচাতে  প্রাথমিকের  খুদেরাই আঁকল পট, গাইল গান

Last Updated:

প্রাচীন এই পট শিল্পকে বাঁচিয়ে রাখতে শ্রীকৃষ্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা বার্ষিক অনুষ্ঠান ও সমাবর্তন উৎসবে পটকথার  বিশেষ প্রদর্শন ।

+
প্রাচীন

প্রাচীন শিল্পকলা পট

দক্ষিণ ২৪ পরগনা: হারিয়ে যাওয়া পট শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের । আধুনিকতার ছোয়াতে একটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্য পট ও প্রাচীন লোকশিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা।বাংলার প্রাচীন শিল্পকলা পট। অতীতে অনেক জায়গায় পট আঁকার রীতি ছিল। যার অনেকই কালের গর্ভে তলিয়ে গেছে । প্রাচীন এই পট শিল্পকে বাঁচিয়ে রাখতে নজর দিয়েছে শ্রীকৃষ্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা বার্ষিক অনুষ্ঠান ও সমাবর্তন উৎসবে  বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃত ‘পট্ট’ শব্দ থেকে পট কথাটি এসেছে। ‘পট্ট’ শব্দের অর্থ কাপড়। পটচিত্র হচ্ছে একখণ্ড কাপড়ের উপর হিন্দু দেবদেবী কিংবা মুসলিম পীর-ফকিরদের বিচিত্র কাহিনী-সম্বলিত চিত্র। এই পটচিত্রের শিল্পীদেরই বলা হয় পটুয়া। পটুয়ারা সঙ্গীত সহযোগে পটচিত্র দেখিয়ে জীবিকা নির্বাহ করত। তারা গানের সুরে দর্শক ও শ্রোতাদের পটচিত্রের আখ্যানভাগ বুঝিযে় দেয়। কাপড়ের উপর পট আঁকার রীতি ছিল প্রাচীন কালেও। তা থেকেই সাধারণভাবে কাপড়ে বা অন্য স্থানে আঁকা সব ছবিকেই পট বলার রীতি প্রচলিত হয়। যারা ছবি আঁকত তাদের বলা হত পটুয়া। এভাবেই পট ও পটুয়া কথার সঙ্গে পরিচিত হয়েছে বাংলার মানুষ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মূলত এই বার্ষিক অনুষ্ঠানে জয়নগরের শ্রীকৃষ্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এ বছর মূল আকর্ষণ ছিল পটের গান বাংলার হারিয়ে যাওয়া সেই লোকশিল্প।  স্কুলের ছাত্র-ছাত্রীদের নিজেরা পট এঁকে তারপর নিজেরাই গেয়ে শোনায় পটের পালাগান।   আগামী প্রজন্মকে দিয়ে পুরনোকে বয়ে নিয়ে নতুনের পথচলা এই অভিনব উদ্যোগ মুগ্ধ করেছে সবাইকে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : হারিয়ে যাওয়া পটশিল্পকে বাঁচাতে  প্রাথমিকের  খুদেরাই আঁকল পট, গাইল গান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement