সকালে মাধ্যমিক ! বিকেলে ভুট্টা বিক্রি! প্রেম হালদারের লড়াই চোখে জল আনবে

Last Updated:

মুর্শিদাবাদের ছেলে প্রেম হালদারের লড়াই কুর্নিশ জানানোর মতো। হাল না ছেড়ে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা!

#বহরমপুর: নুন আনতে পান্তা ফুরানোর সংসার। কৈশোর না পেরোতেই বাবা মায়ের সাথে তাকেও নামতে হয়েছে জীবনের যুদ্ধে। নাম- প্রেম হালদার। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর পৌরসভার অন্তর্গত, ২৪ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনীর বাসিন্দা কিশোর প্রেম এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। দশ ফুট বাই দশ ফুটের ঘরে পাঁপড় বিক্রেতা মা লক্ষ্মী দেবী হালদার, আইস ক্রিম বিক্রেতা বাবা বিশ্বনাথ হালদার, ভাই ও বোন কে নিয়ে তার জগৎ।
সংসারে একটু সচ্ছলতা আনতে ভুট্টা বিক্রেতার ভূমিকায় নামতে হয়েছে তাকে। তার বয়সী আর পাঁচটা ছেলে যখন শহরের ব্যারাক স্কোয়ার ময়দান দাপিয়ে বেড়ায় তখন সে বিক্রি করে ভুট্টা, আর মনে মনে বলতে থাকে, কিছু করতে হবে কিছু করতে হবে। সেই তাগিদ থেকেই সে এবার মাধ্যমিক পরীক্ষার্থী।
advertisement
advertisement
শুধু নিজের জন্য নয়, দেশের জন্যও কাজ করতে হবে। তাই বড় হয়ে সেনা বাহিনীতে যোগদানের স্বপ্ন দেখে চলেছে প্রেম হালদার। তার এই স্বপ্নের অংশীদার তার বাবা মাও। সন্তানের স্বপ্নকে সাকার করতে বাবা মা সাহায্য চেয়ে হাত বাড়ান রাষ্ট্রের কাছে। মলিন মুখে দাবি করেন পরবর্তী পড়াশোনার জন্য একটু আর্থিক সাহায্য। আশা রাখেন সরকারি সাহায্যের। সকলেই চাইছেন এই অসম জীবন যুদ্ধে জয়ী হোক প্রেম হালদার। যদিও বাপুজী পাঠাগার হাইস্কুলের হিন্দি মিডিয়ামের ছাত্র প্রেম হালদার পড়াশুনোয় ভালো, এবং ভালো ফল করবে আশাবাদী স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও। মা লক্ষ্মী হালদার তিনি জানান, "আমরা দারিদ্রতার সাথে লড়াই করছি। একসাথে আমরা ব্যাবসা করি। আমার ছেলের স্বপ্ন সেনা বাহিনীতে যোগদান করবে। তার স্বপ্ন পূরণ হোক চাইছি আমরাও।" শুধু প্রেমের পরিবার নয়, এলাকার লোকজনও চান প্রেমের পড়াশুনোটা যেন চলে। দেখা যাক ভবিষ্যৎ তাকে কোন দিকে নিয়ে যায়। তবে প্রেমের এই অদম্য চেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
advertisement
Koushik Adhikary 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সকালে মাধ্যমিক ! বিকেলে ভুট্টা বিক্রি! প্রেম হালদারের লড়াই চোখে জল আনবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement