Howrah News: সবুজ বাংলা গড়ার লক্ষ্যে ৭৫ বছরেও ছুটে বেড়াচ্ছেন প্রশান্ত

Last Updated:

গত ১৫ থেকে ২০ বছর মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার জন্য বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়িয়েছেন এই প্রবীণ মানুষটি। নিজে চারা গাছ তৈরি করে মানুষের হাতে তুলে দেন

+
প্রশান্ত

প্রশান্ত বাবু

হাওড়া: সবুজ গড়ার লক্ষ্যে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন ৭৫-এর প্রশান্ত! সুস্থ পরিবেশ, পরিশুদ্ধ অক্সিজেন পেতে গাছের যে বিকল্প নেই তা এতদিনে সকলে বুঝে গিয়েছেন। এই বার্তা মানুষের মনে গেঁথে দিতে সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনরা নানান কর্মসূচি পালন করছে। বিভিন্ন কর্মসূচিতে বৃক্ষ রোপন বা গাছের যত্ন নেওয়ার মত নানান উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। যদিও এরপরও গাছ কাটা বন্ধ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মী বছর ৭৫-এর সুশান্ত মাইতির কাণ্ডকারখানা আপনাকে অবাক করবে।
গত ১৫ থেকে ২০ বছর মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার জন্য বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়িয়েছেন এই প্রবীণ মানুষটি। নিজে চারা গাছ তৈরি করে মানুষের হাতে তুলে দেন। কখনও গাছের বীজ সংগ্রহ করতে পূর্ব মেদিনীপুরের ময়নার বাড়ি থেকে ছুটে আসেন হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। সাধারণ মানুষকে গাছ ভালবাসতে শেখাতেও হাওড়ায় আসেন। সারা বাংলাজুড়ে বীজ সংগ্রহ বা গাছ দেওয়ার নেশায় ছুটে বেড়াচ্ছেন প্রশান্তবাবু। এই প্রসঙ্গে তিনি জানান, চাকরি থেকে অবসরের কয়েক বছর আগে থেকে এই কাজ শুরু। আসলে মানুষ তার ভাল লাগার জন্য কত কী করে। তেমনই আমার ভাললাগার মধ্যে এই গাছ লাগানো। মানুষকে গাছের প্রতি ভালবাসতে শেখানো। প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে সবুজে ভরিয়ে তোলা লক্ষ্য।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অনেক গাছ বসানোর মত নিজের জমি নেই। তাই মানুষকে গাছ লাগাতে সাহায্য করেন বলে জানান প্রশান্ত মাইতি। সবমিলিয়ে ৩০-৩৫ রকমের বীজ সবসময় তাঁর সংগ্রহে থাকে। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: সবুজ বাংলা গড়ার লক্ষ্যে ৭৫ বছরেও ছুটে বেড়াচ্ছেন প্রশান্ত
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement