Tourist Destination: পর্যটকদের জন্য জঙ্গলমহলে বেড়ানোর নতুন ডেস্টিনেশন, রয়েছে প্রজাপতি পার্ক

Last Updated:

Tourist Destination: শীতের মরশুম আসতেই জঙ্গলমহল তথা ঝাড়গ্রামে পর্যটকদের জন্য চালু হয়েছে নতুন একটি হোমস্টে। মনোরম পরিবেশে রাত্রিযাপনের পাশাপাশি সময় প্রকৃতি স্বাদ উপভোগ করতে পারবে পর্যটকরা।

+
ঝাড়গ্রামের

ঝাড়গ্রামের বনভূমি হোমস্টে

ঝাড়গ্রাম: দুর্গাপুজো, কালীপুজো পেরিয়েছে এবার শীতের আগমন। আর শীতের আগমন মানে ভ্রমণ পিপাসু মানুষের মন আনচান করে ভ্রমণের জন্য। পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের ভ্রমণের এখন অন্যতম একটি ঠিকানা হয়ে উঠেছে জঙ্গলমহল। সবুজ শাল জঙ্গলের টানে সারা বছরই পর্যটকের ভিড় জমে জঙ্গলমহলে। কিন্তু শীতের মরশুমে সংখ্যাটা আকাশ ছোঁয়া হয়ে যায়। আর এই পর্যটকের কথা মাথায় রেখে পর্যটকদের জন্য এবার নতুন একটি ঠিকানা আত্মপ্রকাশ করেছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম শহরের কাছেই চালু হয়েছে মনোরম পরিবেশের মধ্যে বনভূমি হোম-স্টে।
আরও পড়ুনঃ হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া! শীত শুরুর ‘দিনক্ষণ’ জানিয়ে দিল হাওয়া অফিস! আবহাওয়ার বিশাল আপডেট
তিনজন বন্ধু মিলে ঝাড়গ্রাম শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার গ্রাম অর্থাৎ খোঁয়াব গাঁ সংলগ্ন সাড়ে চার বিঘা জমির উপর তৈরি করেছে একটি হোম-স্টে। নাম দেওয়া হয়েছে বনভূমি হোম-স্টে। শান্ত এবং মনোরম পরিবেশের মধ্যে নানা সাজসজ্জার মধ্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে হোম+স্টেটিকে। রয়েছে সেলফি জোন, রয়েছে প্রজাপতি পার্ক যেখানে সব সময় ঘুরে বেড়াচ্ছে কয়েক হাজার প্রজাপতি। হোম-স্টের পাশেই রয়েছে ঝাড়গ্রামের রাজাদের পুরানো রাজাবাঁধ যা অনেকের কাছে কেঁচন্দাবাঁধ নামে পরিচিত। এই হোম-স্টে তে থাকার পাশাপাশি বিকেল বেলায় কেচন্দাবাঁধ ও কেচন্দা বাঁধের সংলগ্ন শাল জঙ্গলে ঘুরে দিব্যি সময় কাটানো যেতে পারে।
advertisement
কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে বনভূমি হোম-স্টে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে নেমে টোটোতে করে লালবাজার বা খোঁয়ান গাঁ ১০ মিনিটের পথ। সোনাঝুরি বাগানের বুক কিরে লাল মোরাম রাস্তা ধরে পৌঁছে যাওয়া যাবে বনভূমি হোমস্টেতে। ঝাড়গ্রাম শহরের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বিকেল বেলায় বেড়ানোর এখন সেরা ঠিকানা হয়ে উঠেছে এই হোমস্টের পরিবেশটি। বিকেল বেলায় এখানে চা ,কফির পাশাপাশি পাওয়া যায় নানা রকমের মুখরোচক স্ন্যাকস। ফলে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোরও এটি একটি সেরা ডিস্টিনেশন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সইফ-অভিষেককে টক্কর দিতেন, কাল হল এই ‘পাঁচ’ ভুল! এখন হিরো থেকে জিরো, কে জানেন?
বাইরে থেকে বেড়াতে এসে যদি এই হোমস্টেতে রাত্রীযাপন করার পরিকল্পনা থাকে তাহলে পর্যটকরা অগ্রিম ও বুকিং করে নিতে পারেন। এই হোমস্টে তে রয়েছে চারটি বিলাসবহুল কটেজ। দুটি ডাবল বেডের নাম দেওয়া হয়েছে মহুল ও শিমুল এছাড়াও রয়েছে দুটি সিঙ্গেল বেডের কটেজ সেই গুলির নাম রাখা হয়েছে শাল এবং পলাশ। তাই যারা বুকিং করতে চান তাদের জন্য বুকিং নাম্বারটি হল 9734845570 /7866982112 ।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tourist Destination: পর্যটকদের জন্য জঙ্গলমহলে বেড়ানোর নতুন ডেস্টিনেশন, রয়েছে প্রজাপতি পার্ক
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement