Poush Mela 2024: ঐতিহ্যবাহী পৌষমেলা এবার আর 'আন্তর্জাতিক' নয়! কারণ জানলে মন খারাপ হতে বাধ্য
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Poush Mela 2024: পৌষমেলায় প্রায় ১৮০০ স্টল থাকলেও তবুও এবার সেটাও নয় আন্তর্জাতিক পৌষমেলা, কারণ জানুন...
বীরভূম: দীর্ঘ প্রায় চার বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে ২০১৯সালের পর পুনরায় ঐতিহ্য পরম্পরা মেনে শুরু হয়েছে সোমবার থেকে পৌষ মেলা। অন্যান্য বছর চার দিনের পৌষ মেলার আয়োজন থাকলেও এই বছর ছয়দিন ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করা হয়েছে। রবি গানের মধ্য দিয়ে বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গনে বৈতালিক ও শান্তিনিকেতন গৃহে সানাই এর সুরের মধ্য দিয়ে শুভ সূচনা হয় ঐতিহ্যবাহী পৌষ মেলা।
পরম্পরা মেনে পূর্বপল্লীর মাঠে শুরু হয় পৌষ মেলা। আর শুরুতেই সেটা হয়ে দাঁড়ায় এক মিলনক্ষেত্র। দীর্ঘ প্রায় চার বছরের রাগ-অভিমান মুছে ধুয়ে সাফ হয়ে যায় এ বছর। জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয় এই পৌষ মেলার উপলক্ষে। তবে প্রত্যেক বছর আন্তর্জাতিক পৌষ মেলার খ্যাতি পায় এই মেলা। তবে এবার সেটি ‘আন্তর্জাতিক’ মেলা নয়। নেপথ্যে কারণ হিসেবে জানা গেছে বাংলাদেশের সমস্যা।ওপার বাংলার কোনও স্টল এবার আসেনি পৌষমেলায়৷
advertisement
আরও পড়ুনঃ নতুন বছরে বাড়িতে ভুলেও রাখবেন না এই ৫ জিনিস! তছনছ হবে সংসার! মা লক্ষ্মীর অভিশাপ পথের ভিখারি করে ছাড়বে
শুধু এটাই নয়, নেপাল, ভুটান প্রভৃতি দেশের স্টলও আসেনি এবারের মেলায়। তবে সব মিলিয়ে প্রায় ১৮০০ স্টলে বছর বসানো হয়েছে। সদ্যই ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে বোলপুর শান্তিনিকেতনে। আর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর এই প্রথম ঐতিহ্যবাহী পৌষমেলা আন্তর্জাতিক নয়। তবে সকলেরই আশা আগামী বছর পৌষমেলা আবার আন্তর্জাতিক তকমা ফিরে পাবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীতে বাজার ছেয়েছে ‘এই’ সুগন্ধি পাতায়, টেনে বের করে রক্তের সব ‘বিষ’ পদার্থ, কোলেস্টেরল-ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে
শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে এ বছর। শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, “পৌষমেলা এবার আন্তর্জাতিক হয়নি, যেহেতু ওপার বাংলায় একটা অস্থিরতা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের স্টল আসেনি। শুধু তাই নয় এর পাশাপাশি নেপাল, ভুটানের স্টলও আসেনি এতে খারাপ লাগা আছে। কিন্তু, ঐতিহ্যবাহী পৌষমেলা চলছে।”
advertisement
জানা যায়, প্রসঙ্গত ১৮৪৩ সালে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই দিনটি স্মরণে রাখতে ৭ পৌষ শুরু হয়েছিল ‘পৌষ উৎসব’। পরবর্তীতে, ১৮৯১সালে ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেই বছর, অর্থাৎ ৭ পৌষ একটি মেলার আয়োজন করা হয়েছিল। ১৯৯৪সাল থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট ডিড অনুযায়ী শুরু হয় পৌষ উৎসব ও পৌষমেলা।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 2:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2024: ঐতিহ্যবাহী পৌষমেলা এবার আর 'আন্তর্জাতিক' নয়! কারণ জানলে মন খারাপ হতে বাধ্য