Poush Mela 2024: পৌষ পার্বণ মেলার সেরা আকর্ষণ এটাই, শালপাতায় মোড়া মাংস পিঠে খেতে ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, আপনি খেয়েছেন?

Last Updated:

Poush Mela 2024: পর্যটকদের কথা মাথায় রেখে জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে শুরু হয়েছে পৌষ পার্বণ মেলা। পৌষ পার্বণ মেলায় পাওয়া যাচ্ছে গরম গরম শালপাতা মোড়া মাংস পিঠে-সহ নানা ধরনের পিঠে।

+
পর্যটকদের

পর্যটকদের জন্য ঝাড়গ্রামের শুরু হয়েছে পৌষ পার্বণ মেলা

ঝাড়গ্রাম : বেড়াতে গিয়ে গরম গরম শালপাতায় মোড়া মাংস পিঠে খাওয়ার ইচ্ছে থাকলে এবার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে পর্যটকদের। জঙ্গলমহলের জেলা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়াতে আসা পর্যটকদের কাছে এবার আরও নতুন ঠিকানার হদিস মিলেছে। সারাদিন বেড়ানোর শেষে সন্ধেবেলায় নিজের শরীরকে আরও সতেজ করে নেওয়ার জন্য এক ফাঁকে ঘুরে আসতে হবে সেই নতুন ঠিকানা থেকে। শীত পড়া মানেই শুরু হয়ে যায় নানা ধরনের পিঠে খাওয়া। আর বেড়াতে এসে সেই পিঠে খাওয়ার স্বাদ যদি নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে পৌষ পার্বণ মেলায়।
পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল অন্য সুন্দরী ঝাড়গ্রাম। এই শীতের সময় দূর দূরান্তের বহু পর্যটকের ঢল নামে অরণ্য সুন্দরীতে। পর্যটকদের কথা মাথায় রেখে অরণ্য সুন্দরীর বুকে শুরু হয়েছিল পৌষ পার্বণ মেলা। সেই মেলা এই বছর চতুর্থতম বর্ষে পদার্পণ করেছে। মেলার বিশেষ আকর্ষণ জঙ্গলমহলের মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের সুস্বাদু পিঠে। মুখরোচক মাংস পিঠে চোখের সামনেই সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছে মহিলারা। কেবলমাত্র মাংসপিঠে নয় সঙ্গে রয়েছে মাংসের ডুমু পিঠ, মাংসের লেগ-সহ বিভিন্ন ধরনের পিঠে, পাটিসাপটা থেকে শুরু করে চিকেন পকোড়া সবই পাওয়া যাচ্ছে পৌষ পার্বণমেলায়।
advertisement
advertisement
ঝাড়গ্রাম শহরের তরুণ তীর্থ ক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই পৌষ পার্বণ মেলা। সম্পূর্ণ মহিলা পরিচালিত “স্বপ্নের মেয়ে বেলা” নামের একটি সংগঠনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। কেবলমাত্র পৌষ পার্বন মেলায় পিঠেপুলির পাশাপাশি থাকে মহিলাদের সাজগোজের নানা সামগ্রীর সম্ভার শাড়ি, কাপড় ও গয়না।
advertisement
এই শীতের মরশুমে যে সমস্ত পর্যটকরা জঙ্গলমহল তথা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়াতে আসার পরিকল্পনা করছেন তাঁদের বেড়ানোর সারা দিনের শেষে এক ফাঁকে যেতে হবে পৌষ পার্বণ মেলা। পৌষ পার্বণ মেলার সন্ধেবেলা একবার পৌঁছলেই জঙ্গলমহলের পিঠে পুলির স্বাদ জমিয়ে নিতে পারবে পর্যটকেরা।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2024: পৌষ পার্বণ মেলার সেরা আকর্ষণ এটাই, শালপাতায় মোড়া মাংস পিঠে খেতে ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, আপনি খেয়েছেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement