South 24 Parganas News: প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই চলছে বসবাস, হাঁস-মুরগি প্রতিপালন! মোহনপুরে অবাক কাণ্ড

Last Updated:

ডাক্তারের কোয়াটার  দখল করে বাস করছে এলাকার মানুষ, মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাঁস মুরগি গরু ছাগল পালন।

+
কোয়াটারে

কোয়াটারে হাঁস মুরগি চাষ

দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাট মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলছে হাঁস-মুরগি গরু ছাগল পালন। ডাক্তারের কোয়াটার  দখল করে বাস করছে এলাকার মানুষ, ডাক্তার ও ফার্মাসিস্ট না আসায় জঙ্গলে ঢাকা স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের একমাত্র ভরসা নার্স।
১৯৯৫ সালে বামফ্রন্টের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুরের হাত ধরে মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুরে গড়ে উঠেছিল মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এলাকার এক বাসিন্দার দান করা সাত বিঘা জমির উপর এই স্বাস্থ্য কেন্দ্রর বর্তমানে তার অবস্থা বেহাল। ২০১১ সালে এই দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাধিপতি শামিমা সেখ এই স্বাস্থ্য কেন্দ্রকে দশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করার জন্য ঢাক ঢোল পিটিয়ে একটি ফলক বসিয়েছিলেন। বর্তমানে সেই ফলকটি ঘাসের মধ্যে গড়াগড়ি খেয়ে বিশ্রাম নিচ্ছে।
advertisement
advertisement
ওই স্বাস্থ্য কেন্দ্রে যেখানে রোগী থাকার কথা, সেখানে চলছে হাঁস মুরগি, গরু ছাগল পালন। একের পর এক কোয়াটার গুলি দখল করে বউ ছেলে মেয়ে মা-বাবা সবাইকে নিয়ে বাস করছে এলাকার মানুষ। বাকি কোয়াটারে চলছে মুরগি পালন। কোয়াটারের সামনে দাঁড়িয়ে আছে বড় বড় মুরগি ফার্মের গাড়ি। জানালা ভাঙা তালা বন্ধ দরজার গর্ভবতী মায়েদের ওটি রুমে বাস করছে বাঁদুড়। গোটা হাসপাতাল চত্বর জুড়ে আছে আগাছার জঙ্গল । সূর্যাস্তের পর পরে হাসপাতাল চত্বরে বসে দুষ্কৃতীদের মদের ঠেক।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতাল চত্বরে পানীয় জলের কল বসলেও তাতে ওঠে না জল। একটিমাত্র বিল্ডিং এর দুটি তিনটি রুম আছে, যেখানে কিছু ওষুধ পত্র থাকে পাশের চেয়ার টেবিলে বসে একজন নার্স। সেই নার্স এখন এলাকার মানুষের একমাত্র ভরসা। এলাকার মানুষের অভিযোগ ডাক্তার, ফার্মাসিস্ট আসে না বললেই চলে। সকালে রোগী যা আসেন সামলাতে হয় ওই নার্সকে। গরম ও বর্ষা পড়লে চারিদিকে জঙ্গল থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আসে। প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি জানান স্বাস্থ্য দফতরে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীকেও জানিয়েছেন খুব শীঘ্রই এর সমাধান হবে। তবে কবে সমাধান হবে, আদৌ কি সমাধান হবে , কত বছর অপেক্ষা করতে হবে, প্রশ্ন এলাকাবাসীর।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই চলছে বসবাস, হাঁস-মুরগি প্রতিপালন! মোহনপুরে অবাক কাণ্ড
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement