South 24 Parganas News: নর্দমা তৈরিতেই বিপাকে এলাকাবাসী! আড়াই মাসে ভোগান্তি চরমে গোড়াগাছায়
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
নিউ গড়িয়া মেট্রো স্টেশন ও পাটুলি সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, চলাফেরাই হয়ে উঠেছে দুঃসাধ্য। বিশেষ করে প্রবীণ নাগরিক ও গর্ভবতী মহিলারা রীতিমত বিপাকে পড়েছেন।
দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সংযোগকারী গোড়াগাছা এলাকার রাস্তার বেহাল অবস্থায় নাজেহাল বাসিন্দারা। নিউ গড়িয়া মেট্রো স্টেশন ও পাটুলি সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, চলাফেরাই হয়ে উঠেছে দুঃসাধ্য। বিশেষ করে প্রবীণ নাগরিক ও গর্ভবতী মহিলারা রীতিমত বিপাকে পড়েছেন।
এলাকার বাসিন্দা প্রবীর চক্রবর্তী জানিয়েছেন, “আড়াই মাস ধরে এই ভোগান্তি চলছে। বারবার পৌরসভাকে বললেও কোনও কাজ হয়নি।” নর্দমার কাজ চলায় রাস্তা আরও খারাপ হয়েছে বলে অভিযোগ তাঁর। বাসিন্দারা বাড়ির বাইরে বেরোলেই কাউকে না কাউকে সাহায্য নিতে হচ্ছে। ময়লা ফেলার গাড়িও আসছে না বলে তাদের অভিযোগ ৷
advertisement
advertisement
অসুস্থ কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না ঠিক মতো। মাঝে মাঝেই পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। শিশুরা স্কুলে যেতে পারছে না। কোলে করে নিয়ে যেতে গিয়ে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে। শুধু তাই নয়, ময়লার গাড়িও রাস্তার কারণে ঢুকতে পারছে না বলে সমস্যা আরও বেড়েছে। পৌরসভার তাঁরা দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার রাস্তা ও জল বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য জানান, “পুরসভা জুড়ে পানীয় জলের সরবরাহ এবং নিকাশির কাজ চলছে। হাউস কানেকশনের জন্য ফের রাস্তা কাটতে হবে। কাজ সম্পূর্ণ হলে তবেই রাস্তাঘাট সংস্কার করা সম্ভব।” তিনি আরও বলেন, “পুজোর আগে যতটুকু সম্ভব রাস্তা চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নর্দমা তৈরিতেই বিপাকে এলাকাবাসী! আড়াই মাসে ভোগান্তি চরমে গোড়াগাছায়