Hooghly News: আলু চিন্তা বাড়ছে চাষিদের! বৃষ্টি, শিলাবৃষ্টিই কাল হয়ে দাঁড়াল আলু চাষে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
দফায় দফায় বৃষ্টি ও শিলাবৃষ্টিতে চিন্তা বাড়ল আলু চাষে
হুগলি: বৃহস্পতিবার দিনভর দফায় দফায় বৃষ্টি ও শিলাবৃষ্টির চলেছে জেলা জুড়ে। যার ফলে মাথায় হাত তারকেশ্বরের আলুচাষিদের। জমি থেকে আলু তোলার মুখে শিলাবৃষ্টিতে বিঘার পর বিঘা আলু ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবী স্থানীয় কৃষকদের। একদিকে এই সময় আলুর দাম নেই, অন্যদিকে দিনভর বৃষ্টিতে জমিতে জমা জল বাড়াচ্ছে দুশ্চিন্ত। ফসল তোলার মুখে প্রাকৃতিক বিপর্যয়ে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভুগছেন জেলার আলু চাষিরা।
উল্লেখ্য, হুগলি, তারকেশ্বর বিধানসভা এলাকা রাজ্যের মধ্যে উৎকৃষ্টমানের আলুর ফলন ও রফতানির জন্য প্রসিদ্ধ। এই এলাকার অর্থনৈতিক পরিকাঠামো অধিকাংশটাই আলু চাষের উপর নির্ভর করে চাষিদের। এবছরও সেইমত আলু চাষ করেছিলেন এলাকার কৃষকরা। ফলনও যতেষ্টই ভাল হয়েছিল বলে দাবী এলাকার আলুচাষিদের। কিন্তু অসময়ে প্রাকৃতিক বিপর্যয়ে আলু চাষে প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে তাদের। এলাকার আলুচাষিদের দাবী, সমবায় ও ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে আলুচাষ করে থাকেন তারা। আলুর ফলন হলে সেই আলু বাজারে রফতানি করেই মহাজনের ঋণ শোধ করতে হয় তাদের। কিন্তু আলু তোলার মুখে শিলাবৃষ্টিতে আলুর ক্ষতি হয়ে যাওয়ায় আলুর রফতানিও কমে যাবে, তাই কীভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়েও রীতিমত উদ্বিগ্ন তারকেশ্বর বিধানসভার আলুচাষিরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে স্থানীয় এক কৃষক তিনি জানান, এতদিন পর্যন্ত তারা পুকুর বা শ্যালো থেকে পাম্পিং সিস্টেমের মাধ্যমে তাদের জমিতে জল দিতেন। গতকাল থেকে তারা ঠিক তার বিপরীত কাজ করতে শুরু করেছেন। এখন তাদের মূল লক্ষ্য জমি থেকে জল বাইরে বার করা। জমিতে জল জমে থাকলে আলু গাছের গোড়ায় পচন ধরবে। যাতে ক্ষতি হতে পারে বিরাট সংখ্যক আলুর।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 21, 2025 2:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: আলু চিন্তা বাড়ছে চাষিদের! বৃষ্টি, শিলাবৃষ্টিই কাল হয়ে দাঁড়াল আলু চাষে







