Paschim Medinipur News: পটে রাম-রাবণ বধ, রাম মন্দির উদ্বোধনের আগে উন্মাদনা পিংলায় 

Last Updated:

রাম মন্দির উদ্বোধনের আগে উন্মাদনা তুঙ্গে পিংলার নয়া গ্রামে । পট শিল্পীরা বানিয়ে ফেলেছেন আস্ত রাম-কাহিনী তাদের পটচিত্রে।

+
ছবি

ছবি আঁকতে ব্যস্ত শিল্পীরা 

পশ্চিম মেদিনীপুর : সামান্য কয়েকদিনের অপেক্ষা। অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। দিকে দিকে রাম মন্দির উদ্বোধনের উন্মাদনা তুঙ্গে। মুহূর্তের প্রহর গুনছে দেশবাসী। রাম মন্দিরের উদ্বোধনের আঁচ এসে পৌঁছেছে পিংলার পট গ্রামে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে পিংলার নয়া গ্রামে পট শিল্পীরা বানিয়েছেন বিশেষ পট। ফুটিয়ে তুলেছেন রামায়ণের নানা অধ্যায়। রামের বনবাস থেকে রাবণ বধ ফুটিয়ে তুলেছেন পটচিত্রের মধ্য দিয়ে।
প্রসঙ্গত, সামাজিক নানা কাহিনী, ধর্মীয় নানান আচার-অনুষ্ঠান কিংবা নিয়মিত ঘটে চলা নানান বিষয়ের উপর পটে ছবি আঁকেন পট শিল্পীরা। বেশ কয়েক বছর পিছনে ফিরলে দেখা যাবে বাংলার পট শিল্পীরা রামায়ণের নানা অধ্যায়ের ছবি এঁকে বাড়িতে গিয়ে গান শোনাত। তবে মাত্র হাতেগোনা ক’দিন পর উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। দেশজুড়ে এখন সেই প্রস্তুতি তুঙ্গে। কোথাও সাজিয়ে তোলা হচ্ছে মন্দির, কোথাও তৈরি হয়েছে ধুপকাঠি আবার কোথাও আনন্দে পটে ছবি আঁকছেন শিল্পীরা। নয়া গ্রামে পটশিল্পীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তাদের বক্তব্য একসময় ভগবান রামকে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে গান শোনাতেন। সেই রামের প্রতিষ্ঠা এবং মন্দির তৈরি হওয়াতে খুশি তারা।
advertisement
advertisement
রাম মন্দির উদ্বোধন তাদের কাছে গর্বের। কারণ প্রাচীনকালে রামায়ণের নানান অধ্যায়ের ছবি এঁকে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষদের গান শোনাতো তারা। তাই রাম মন্দির উদ্বোধন স্মরণে রাখতে এবং মানুষের মধ্যে প্রচার বাড়াতে বিশেষ পটের ছবি এঁকেছেন তারা। পট শিল্পীদের এই বিশেষ আয়োজন ও উন্মাদনাকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা।
advertisement
পট শিল্প একটি প্রাচীন ধারা। এটি যুগ যুগ ধরে চলে আসছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক শিল্প হারিয়ে গেলেও আজও বেশ কিছু জায়গায় এই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রেখেছেন পটুয়ারা। এরকমই একটি পটগ্রাম হয় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার নয়া।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই নয়ার শিল্পীরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমাজ সচেতনতার ওপর ও পট তৈরি করে থাকেন। এদের বেশ কয়েকজন বিদেশে গিয়েও সুনাম কুড়িয়ে এসেছেন নিজেদের শিল্পকলার।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: পটে রাম-রাবণ বধ, রাম মন্দির উদ্বোধনের আগে উন্মাদনা পিংলায় 
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement