Postal Hero: প্রান্তিক মানুষকে শিক্ষার আলো দেখিয়ে 'পোস্টাল হিরো' পরেশ বেরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Postal Hero: স্বাক্ষর করার এই প্রয়াসের কারণে সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ থেকে পরেশ বেরাকে 'পোস্টাল হিরো' সম্মানে সম্মানিত করা হয়েছে
পশ্চিম মেদিনীপুর: অনেক অল্প বয়সে তিনি চাকরি পেয়ে যান। কাজের সুবাদে পৌঁছচ্ছেন মানুষের কাছে। পৌঁছেছেন প্রান্তিক এলাকার না খেতে পাওয়া হতদরিদ্র মানুষের কাছে। চিঠিপত্র, কখনও মানি অর্ডার নিয়ে যখন মানুষের কাছে পৌঁছচ্ছেন তখনই দেখেছেন তাঁদের মধ্যে সাক্ষরতার হার প্রায় শূন্য। পেশাগত কাজের পাশাপাশি তখন থেকেই তাঁর মনে জাগে মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের নেশা। তখন বয়স সবে ১৯ বছর।
ওই বয়সেই চাকরি পান পোস্টম্যান হিসেবে। তাঁর অধীনে থাকা প্রায় ১৭ টি গ্রামে পৌঁছে দিতে হত চিঠিপত্র। চাকরি করাকালীন তিনি ছোট ছোট ছেলে মেয়েদের টিউশন পড়াতেন। নিজেও গিয়েছেন কলেজে। তবে কাজের কারণে মানুষের কাছে পৌঁছে তাঁদের স্বাক্ষর করার এই প্রয়াসের কারণে সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ থেকে পরেশ বেরাকে ‘পোস্টাল হিরো’ সম্মানে সম্মানিত করা হয়েছে।
advertisement
advertisement
প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই মানুষটি থাকেন কেশিয়াড়ি ব্লকের কানপুর গ্রামে। বর্তমানে তিনি কন্টাই ডিভিশনের অধীন কানপুর পোস্ট অফিস পোস্টমাস্টার হিসেবে কর্মরত। চাকরিজীবন হয়ত আর মাত্র কয়েকটা বছর বাকি। তার আগেই মিলেছে এই স্বীকৃতি। ডাক বিভাগে কাজ করার কারণে তিনি পৌঁছতেন সেই সকল মানুষদের কাছে, যাদের কাছে শিক্ষা তো দূর, দুবেলা পেটের খাবার জোগাড় করতে দিন-রাত এক হয়ে যায়। তখন ভাবতেন এই সকল মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রাথমিক শিক্ষার ধারা। এই সকল বাড়ির ছেলেমেয়েদের মধ্যে প্রসার করতে হবে শিক্ষা ব্যবস্থাকে। গৃহশিক্ষকতার পাশাপাশি তিনি প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেন একটি বিদ্যালয়। ২০১৬ সালে তিনি নিজের বাড়িতেই বিরসা মুন্ডা স্মৃতি রক্ষা কমিটি গড়ে তোলেন। পরেশবাবু ছাড়াও এলাকার বেশ কয়েকজন যুবক-যুবতী ছেলেমেয়েদের শিক্ষাদান করতে এগিয়ে আসেন।
advertisement
প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার ধারাকে বজায় রাখতে বাড়িতেই শুরু করেন একটি প্রতিষ্ঠান। যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা পাশাপাশি শেখে গান, নাচ, ছবি আঁকাও। সকালে তিনি ছাত্র-ছাত্রীদের পড়ান। এছাড়াও পরেশবাবু নিজের বাড়িতেই সাজিয়ে তুলেছেন ছোট্ট লাইব্রেরি। এখনও প্রতিদিন সকাল থেকে তিনি সাইকেল নিয়ে বের হন গ্রামের দিকে।
advertisement
সম্প্রতি একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে ভারতীয় ডাক বিভাগ পরেশ বেরাকে পোস্টাল হিরো সম্মানে আখ্যায়িত করেছে। গ্রামীণ প্রতিকূলতাকে সরিয়ে ডাক বিভাগের কর্মীর কাজের প্রতি সততা এবং সমাজের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানিয়েছে ডাক বিভাগ। এই ভিডিও বার্তা সমাজের কাছে এক অনুপ্রেরণা। ডাক বিভাগের এই কর্মীর চিন্তাভাবনা এবং তাঁর উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 10:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Postal Hero: প্রান্তিক মানুষকে শিক্ষার আলো দেখিয়ে 'পোস্টাল হিরো' পরেশ বেরা