কাটমানির টাকা ফেরত চেয়ে ব্যানারকে ঘিরে চাঞ্চল্য জামালপুরে

Last Updated:

যদিও জেলা তৃণমুলের মুখপাত্র  প্রসেনজিত দাসের অভিযোগ, সিপিএম ও বিজেপি যোগসাজশ করে রাতের অন্ধকারে এটা করেছে।

ফাইল চিত্র
ফাইল চিত্র
#কলকাতা: কাটমানির টাকা ফেরত দিতে হবে ও রাতারাতি বড়লোক হওয়া তৃণমূল নেতাদের টাকার হিসাব দিতে হবে এই দাবি লেখা ব্যানারকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুর পঞ্চায়েত সমিতি ও জামালপুর বিডিও অফিসে পথের সামনে ইলেকট্রিক পোলে লাগানো হয়েছে ব্যানার। তবে কাদের পক্ষ থেকে এই ব্যানার লাগানো হয়েছে তার উল্লেখ নেই ব্যানারে।
লাল ও হলুদ ব্যানারে লেখা রয়েছে, চোর তৃণমূলের নেতাদের কাছে সাধারণ মানুষের দাবি-এক, প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি তৈরি করার জন্য পাওয়া টাকা থেকে নেওয়া কাটমানি অবিলম্বে ফেরত দিতে হবে। দুই, ১০০ দিনের বকেয়া মজুরি অবিলম্বে দিতে হবে ও কাজ চালু করতে হবে। তিন, রাতারাতি বড়োলোক হওয়া তৃণমূলের নেতাদের সাধারণ মানুষের। কাছে টাকার হিসেব দিতে হবে। চার, সাধারণ মানুষের কাছে সরকারি কাজের সুবিধা পাইয়ে দেওয়ার নামে যে কাটমানি নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘুরে গিয়েছে ঘূর্ণিঝড়ের অভিমুখ, বাংলার উপকূলে প্রভাব ফেলে কোন দিকে এগোবে সিত্রাং
এই ব্যানার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, কে বা কারা এই ব্যানার লাগিয়েছে তা জানি না। তবে ব্যানারের দাবিগুলো সাধারণ মানুষেরই দাবী। ১১ বছর ধরে সাধারণ মানুষের ওপর তৃণমূলের নেতারা যে ধরনের অত্যাচার করেছে এটা তাদের কাছে একটা সাবধানবাণী।
advertisement
যদিও জেলা তৃণমুলের মুখপাত্র  প্রসেনজিত দাসের অভিযোগ, সিপিএম ও বিজেপি যোগসাজশ করে রাতের অন্ধকারে এটা করেছে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে তত তাঁরা রাতের অন্ধকারেই পোস্টার মারবে। কারণ দিনের আলোয় ঘোরার মতো লোক তাদের সঙ্গে নেই।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক কর্মকাণ্ড বাড়াচ্ছে বিরোধী দলগুলি। কালীপুজোর পর এ ব্যাপারে বিক্ষোভ আন্দোলন তারা আরও বাড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিতে চলেছে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে প্রকল্প রূপায়নে ব্যর্থতার কথা তুলে ধরার চেষ্টা করবে তারা। এর ওপর এলাকা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও রয়েছে। এই ব্যানার সেসবেরই জের বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
advertisement
শরদিন্দু ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাটমানির টাকা ফেরত চেয়ে ব্যানারকে ঘিরে চাঞ্চল্য জামালপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement