পোস্ট অফিস গ্রাহকদের টাকা হাতিয়ে পগারপার! ফেরার পিওনকে গ্রেফতার করল পুলিশ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
পোস্ট অফিস থেকে গ্রাহকদের লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন পিওন
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ পোস্ট অফিসের গ্রাহকদের লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছিলেন পিওন অমল দোলাই। দু’দিন আগে এই ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাঁইতল পোস্ট অফিসে। অবশেষে তাঁকে গ্রেফতার করল ডেবরা থানার পুলিশ।
পোস্ট অফিসে টাকা আছে মানে নিরাপদ! এদেশের বহু মানুষই এমনটা বিশ্বাস করেন। কিন্তু সেখান থেকেই গ্রাহকদের লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেন সাঁইতল পোস্ট অফিসের পিওন অমল। একথা সামনে আসতেই সোমবার ডাকঘর ঘেরাও করে লাগাতার বিক্ষোভ দেখান গ্রাহকরা, রাতেও তা অব্যাহত ছিল।
আরও পড়ুনঃ রাস্তার ধারে ঘুরছিলেন অসহায়ের মত! মহিলাকে একা পেয়ে যা করল পুলিশ…
দিন দু’য়েকের মাথায় ফেরার পিওনকে গ্রেফতার করল ডেবরা থানার পুলিশ। বুধবার দুপুরে তাঁকে পাঠানো হয় মেদিনীপুর আদালতে।
advertisement
advertisement
সম্প্রতি সাঁইতল পোস্ট অফিসের পিওন অমলের বিরুদ্ধে গ্রাহকদের টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে। সেই সূত্রে গত সোমবার সকাল থেকে পোস্টমাস্টার পারমিতা পালকে ঘেরাও করে রাখেন আমানতকারীরা। গ্রাহকদের একাংশের অভিযোগ, পারমিতাকে মাসে বড়জোর দু-একবার দেখা যেত। পিওন অমলই পোস্ট অফিস চালাতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকদের টাকা নয়ছয় করেন তিনি। কিছুসময় ফেরার থাকার পর অবশেষে অমলকে গ্রেফতার করল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 4:15 PM IST