Arijit Singh-Ed Sheeran: জিয়াগঞ্জে এড শিরন! ভাগীরথীতে নৌকা বিহারে অরিজিত্ ও বিশ্বজয়ী পপ গায়ক
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Arijit Singh-Ed Sheeran: বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরন এসে পৌঁছালেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে।
মুর্শিদাবাদ: বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরন এসে পৌঁছালেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে। এর আগে একাধিকবার ভারত সফরে এসেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরন। আর এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এলেন তিনি।
জানা গিয়েছে, সোমবার সকালে অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে পৌঁছান তিনি। বিশ্বখ্যাত পপ সিঙ্গার তার নিজের বাড়িতে আসায় অত্যন্ত খুশি প্রকাশ করেন অরিজিৎ সিং। এরপর বিকেলে নিজের স্কুটিতে করেই এড শিরনকে নিয়ে বেড়িয়ে পড়েন অরিজিৎ।
advertisement
advertisement
তারপরেই ভাগীরথী নদীতে পড়ন্ত বিকেলে শিবপুর ঘাট থেকে একসঙ্গে ভাগীরথী বক্ষে নৌকাভ্রমনে বেড়ালেন দুজনে। চলল নৌকা বিহার। এবং সেখানেই চলে গান।
দেশের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। সম্প্রতি তিনি গান করেই ফিরে এসেছেন জিয়াগঞ্জ শহরে। আর গায়কের বাড়িতে এই পপ গায়ক আসতেই কার্যত হৈ চৈ পড়ে যায় এলাকায়।
গায়ক অরিজিৎ সিং কে দেখার জন্য ভাগীরথী নদীর তীরে ভিড় জমান অরিজিৎ অনুগামীরা। ঠিক তেমনই পপ গায়কেও এক ঝলক দেখার জন্য ভিড় জমান অনেকেই।
advertisement
এড শিরন একজন ব্রিটিশ গায়ক-গীতিকার, গিটারিষ্ট এবং রেকর্ড প্রযোজক। ভারতে মাঝে মাঝেই আসেন তিনি। তবে সোমবার এবার এই বিখ্যাত গায়ক হঠাৎই মুর্শিদাবাদ জেলা সফরে আসেন। সুত্রের খবর, নির্ধারিত সুচি অনুযায়ী পরিকল্পিত ভাবেই এই বিদেশী গায়কের সফর।
advertisement
তবে গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করেই বিকালে নৌকা বিহারে দুজনকেই গান করতে দেখা যায়। রাত্রি যাপন করবেন জিয়াগঞ্জে বলেই জানা গিয়েছে।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 9:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arijit Singh-Ed Sheeran: জিয়াগঞ্জে এড শিরন! ভাগীরথীতে নৌকা বিহারে অরিজিত্ ও বিশ্বজয়ী পপ গায়ক