লকডাউনে স্টেশনে জন্ম নিল শিশু, সদ্যোজাতকে নিয়ে কোনও মতে দিন কাটাচ্ছেন একা মা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ফাঁকা শেওড়াফুলি স্টেশনে সন্তানকে বুকে আগলে রাখা এই অসহায় মা ।
#শেওড়াফুলি: এমন লড়াই শুধু পারেন মায়েরাই । তাই অন্তত একটা জায়গায় পৃথিবীর সব মা একই রকম । সন্তান স্নেহে মায়ের থেকে বড় আর কেউ নয় । সন্তানকে এই পৃথিবীর আলো দেখানো যতই কঠিন হোক না কেন, যে কোনও পরিস্থিতিতে মা একাই সেই লড়াইয়ে নামেন । মাতৃ দিবসের সংজ্ঞা যে মা জানেন না না, তিনিও সন্তানকে আগলে রাখতে কোনও অংশ কম যান না । যেমন, ফাঁকা শেওড়াফুলি স্টেশনে সন্তানকে বুকে আগলে রাখা এই অসহায় মা ।
করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে মানুষ যখন তটস্থ, লকডাউনে মানুষ যখন ঘরবন্দি, তখনই শেওড়াফুলির এক নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজের ঠিক নীচে পুত্র সন্তান প্রসব করলেন প্ল্যাটফর্মবাসী এক মহিলা।
advertisement
যদিও সন্তান প্রসবের পাঁচদিন পরেও স্থানীয় প্রশাসন বা শাসকদলের কোনও কাউন্সিলর বা নেতা এই মহিলার কাছে আসেননি। হয়তো তাঁরা সন্ধানই পাননি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন শেওড়াফুলির রেল কর্তা বা রেলপুলিশও কেন সদ্য মা হওয়া এই প্রসূতি টুম্পা পাশোয়ান ও তার শিশুর যত্ন নিতে এগিয়ে এল না, সেটাই আশ্চর্যের। আশঙ্কা থেকেই যায় যে, করোনা ভাইরাসের এই দাপটের সময় যে কোনও মূহুর্তে মা ও সদ্যজাত শিশুটির শরীরে কোনও রোগের সংক্রমণ ঘটতে পারে। তা তাঁদের মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই এখনই তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা উচিত ।
advertisement
লকডাউনের জেরে কাজ হারিয়েছেন ওই শিশুর বাবা সন্তোষ পাসোয়ান । আপাতত এক বেলা কোনও মতে খেয়ে দিন কাটছে ওই অসহায় পরিবারটির । জন্মের পর থেকে শিশুটিকে এক বার চিকিৎসকের কাছে পর্যন্ত নিয়ে যেতে পারেননি তাঁরা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2020 4:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লকডাউনে স্টেশনে জন্ম নিল শিশু, সদ্যোজাতকে নিয়ে কোনও মতে দিন কাটাচ্ছেন একা মা