Poor Condition of road: দীর্ঘদিন ধরে সারানো হয়নি রাস্তা! অতঃপর যা করলেন ক্ষুব্ধ জনতা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Poor Condition of Road in Pashkura: এই রাস্তাটিকে ঢালাই রাস্তায় রূপান্তরিত করা হয়নি বলে অভিযোগ। লাল মোরাম মাটির রাস্তার ভাঙাচোরা অবস্থারও মেরামতি করা হয়নি।
#পাঁশকুড়া: প্রশাসনকে বারবার বলেও কাজ হয়নি। তাই গ্রামের ভাঙাচোরা রাস্তা মেরামতির কাজে গ্রামের মানুষজন নিজেরাই হাত লাগালেন। নিজেরা উদ্যোগী হয়ে চাঁদা তুলে এবং শ্রম দিয়ে রাস্তা সারাইয়ের কাজ শুরু করলেন পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামের মানুষেরা।
রাজ্য সরকার পথশ্রী প্রকল্প চালু করলেও আজ পর্যন্ত পাঁশকুড়ার এই রাস্তাটিকে ঢালাই রাস্তায় রূপান্তরিত করা হয়নি বলে অভিযোগ। লাল মোরাম মাটির রাস্তার ভাঙাচোরা অবস্থারও মেরামতি করা হয়নি। যা নিয়ে
advertisement
advertisement
বাসিন্দারা পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, সব জায়গায় জানিয়েছে৷ কিন্তু লাভ হয়নি৷ দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ার ফলে চলার অযোগ্য হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘী থেকে শিমূলহান্ডা পর্যন্ত দীর্ঘ প্রায় দু-কিলোমিটার রাস্তা। এতটাই বেহাল অবস্থা যে সাইকেল বা মোটর সাইকেল দুর্ঘটনা নিয়মিতভাবেই ঘটে চলেছে। উল্টে পড়ছে টোটো। খানাখন্দ ভরা রাস্তায় যাতায়াত করতে গিয়ে সাইকেল, বাইক আরোহীরা আহতও হচ্ছেন।
advertisement
অবশেষে নিজেরাই হাল ধরলেন৷ আর কিছু করারও ছিল না৷ নস্করদিঘি গ্রামের মানুষজন হাতে হাত মিলিয়েই রাস্তার কাজ করছেন।নিজেরাই চাঁদা তুলে মোরাম, ইট সহ বিভিন্ন সামগ্রী রাস্তার খানাখন্দে ফেলে সংস্কারের কাজ শুরু করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2022 3:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poor Condition of road: দীর্ঘদিন ধরে সারানো হয়নি রাস্তা! অতঃপর যা করলেন ক্ষুব্ধ জনতা