Poor Condition of road: দীর্ঘদিন ধরে সারানো হয়নি রাস্তা! অতঃপর যা করলেন ক্ষুব্ধ জনতা

Last Updated:

Poor Condition of Road in Pashkura: এই রাস্তাটিকে ঢালাই রাস্তায় রূপান্তরিত করা হয়নি বলে অভিযোগ। লাল মোরাম মাটির রাস্তার ভাঙাচোরা অবস্থারও মেরামতি করা হয়নি।

#পাঁশকুড়া: প্রশাসনকে বারবার বলেও কাজ হয়নি। তাই গ্রামের ভাঙাচোরা রাস্তা মেরামতির কাজে  গ্রামের মানুষজন নিজেরাই হাত লাগালেন। নিজেরা উদ্যোগী হয়ে চাঁদা তুলে এবং শ্রম দিয়ে রাস্তা সারাইয়ের কাজ শুরু করলেন পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামের মানুষেরা।
রাজ্য সরকার পথশ্রী প্রকল্প চালু করলেও আজ পর্যন্ত পাঁশকুড়ার এই রাস্তাটিকে ঢালাই রাস্তায় রূপান্তরিত করা হয়নি বলে অভিযোগ। লাল মোরাম মাটির রাস্তার ভাঙাচোরা অবস্থারও মেরামতি করা হয়নি। যা নিয়ে
advertisement
advertisement
বাসিন্দারা পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, সব জায়গায় জানিয়েছে৷ কিন্তু লাভ হয়নি৷  দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ার ফলে চলার অযোগ্য হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘী থেকে শিমূলহান্ডা পর্যন্ত দীর্ঘ প্রায় দু-কিলোমিটার রাস্তা। এতটাই বেহাল অবস্থা যে সাইকেল বা মোটর সাইকেল দুর্ঘটনা নিয়মিতভাবেই ঘটে চলেছে। উল্টে পড়ছে টোটো। খানাখন্দ ভরা রাস্তায় যাতায়াত করতে গিয়ে সাইকেল, বাইক আরোহীরা আহতও হচ্ছেন।
advertisement
অবশেষে নিজেরাই হাল ধরলেন৷ আর কিছু করারও ছিল না৷ নস্করদিঘি গ্রামের মানুষজন হাতে হাত মিলিয়েই রাস্তার কাজ করছেন।নিজেরাই চাঁদা তুলে মোরাম, ইট সহ বিভিন্ন সামগ্রী রাস্তার খানাখন্দে ফেলে সংস্কারের কাজ শুরু করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poor Condition of road: দীর্ঘদিন ধরে সারানো হয়নি রাস্তা! অতঃপর যা করলেন ক্ষুব্ধ জনতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement