Hooghly News: তারকেশ্বর যাওয়ার পথে একী দৃশ্য! পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ পুলিশের
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Hooghly News: শ্রাবণ মাসে তারকেশ্বরে লক্ষাধিক মানুষের ভিড় হয়। শ্রাবণের প্রতি সোমবার ভিড় হয় সবথেকে বেশি। বাবা তারকনাথের মাথায় আসেন জল ঢালতে আসেন পূণ্যার্থীরা।
হুগলি: শ্রাবণ মাসে তারকেশ্বরে লক্ষাধিক মানুষের ভিড় হয়। শ্রাবণের প্রতি সোমবার ভিড় হয় সবথেকে বেশি। বাবা তারকনাথের মাথায় আসেন জল ঢালতে আসেন পূণ্যার্থীরা। পায়ে হেঁটে তারা যাত্রা শুরু করেন বৈদ্যবাটি থেকে। তবে সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক পুণ্যার্থীরাই নিচ্ছেন জীবনের ঝুঁকি। ভিড় বাসে ছাদের উপর উঠে তারা আসছেন জল ঢালতে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতে হতে পারে বড় বিপদ। বড় বিপদ যাতে না ঘটে তার আগেই এবার শক্ত হাতে পদক্ষেপ নিল পুলিশ-প্রশাসন। বাসের মাথায় করে আশা পূর্ণ্যার্থীদের নামিয়ে দেওয়া হল বাস থেকে। এমনই চিত্র ধরা পড়েছে আরামবাগের গোঘাটে।
গোঘাটের ভিকদাস সংলগ্ন এলাকায় প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন বেসরকারি বাসের ছাদ থেকে নামিয়ে দিল পূণ্যার্থীদের। ভক্তরা শিবের মাথায় জল ঢালতে জীবনকে হাতে করে নিয়ে নিত্যদিন যাচ্ছেন। কিন্তু তাদেরকে রক্ষা করতে দেখা গেল প্রশাসনকে। এদিন প্রত্যেকটা বেসরকারি বাস ও ছোট গাড়ি থেকে নামিয়ে দেয় যাত্রীদের পুলিশ কর্মীরা। বিভিন্ন এলাকার ভক্তদেরকে ছাদ থেকে নামাতে গেলে বচসার মধ্যে পড়তে হচ্ছে আধিকারিকদেরকে।
advertisement
ভক্তদের অভিযোগ, প্রতিদিনই তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন হাজার হাজার মানুষজন। ট্রেন এবং বাসে অতিরিক্ত ভিড় হওয়ার ফলে বাধ্য হয়ে যেতে হচ্ছে বাসের ছাদে। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদেরকেও। পুণ্যার্থীরের অভিযোগ বাঁশের মধ্যে অত্যাধিক ভিড়ের কারণেই বাসের ছাদে উঠে তাদের যাতায়াত করতে হয়। প্রশাসনের তরফ থেকে যদি একটু বেশি সংখ্যায় বাস দেওয়া হয় তাহলে আর এই অসুবিধায় পড়তে হবে না তাদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, শ্রাবণ মাস উপলক্ষে প্রশাসনের তরফ থেকে আগে থেকেই বাস ও ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু এই বছর শ্রাবণ মাস একেবারে কাঁটায় কাঁটায় পড়ায় ভক্ত সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। শ্রাবণের প্রতি সপ্তাহের সোমবারে কম করে কয়েক লক্ষ মানুষ জল ঢালতে আসছেন। তাই তাদের জল ঢালতে আসার সময় যাতে কোন বিপদে না পড়তে হয় সেই কারণেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 05, 2024 3:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: তারকেশ্বর যাওয়ার পথে একী দৃশ্য! পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ পুলিশের









