Purulia Murder Update: দিদির পরকীয়া, বোনেরও প্রেম! পুরুলিয়ায় তিন খুনের কিনারা করল পুলিশ, জালে দুই প্রেমিক

Last Updated:

সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় কাজলের সঙ্গে বচসা শুরু হয় বাবুজানের৷ কথা কাটাকাটির মধ্যেই প্রথমে কাজলকে খুন করে বাবুজান এবং তার সঙ্গী বিজয় মাছুয়া৷

News18
News18
পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়: পুরুলিয়ার সুইসায় দুই নাবালিকা এবং এক গৃহবধূর হত্যা রহস্যের কিনারা করল পুলিশ এবং জিআরপি৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের৷ এই ঘটনায় মৃত গৃহবধূ কাজল মাছুয়ার প্রেমিক বাবুজান মৌমিন এবং তার বন্ধু বিজয় মাছুয়াকে গ্রেফতার করেছে পুলিশ৷
মঙ্গলবার গভীর রাতে অভিযুক্তদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করার পর ধৃতদের গ্রেফতার করা হয়৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে সমস্ত ঘটনার কথা তুলে ধরেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় , খড়্গরপুর এসআরপি দেবশ্রী সান্যাল।
গত রবিবার বাড়ি থেকে মোবাইল সারানোর জন্য ৮ বছরের মেয়ে এবং ১৩ বছরের বোনকে নিয়ে বেরিয়েছিলেন পুরুলিয়ার সুইসার বাসিন্দা কাজল মাছুয়া (২৫)৷ পরের দিন, সোমবার ভোরে সুইসা স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয় কাজল মাছুয়া সহ দুই নাবালিকার দেহ৷ প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল, তিন জনকেই খুন করে রেল লাইনের পাশে ফেলে যায় আততাতীরা৷
advertisement
advertisement
কাজলের স্বামী পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করায় ভিন রাজ্যে ছিলেন৷ কে বা কারা ওই তিন জনকে খুন করল, তা জানতে তদন্ত শুরু করে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ৷ গতকালই ঘটনাস্থলে যান খড়্গপুরের রেল পুলিশ সুপারও৷ জেলা পুলিশেরও সাহায্য নেয় জিআরপি৷
তদন্তে নেমে কাজলের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন তদন্তকারীরা৷ সেই সূত্রেই গ্রেফতার করা হয় বছর পয়তাল্লিশের বাবুজান মৌমিনকে৷ বাবুজানের সঙ্গে কাজলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেই জানতে পেরেছ পুলিশ৷ দু জনেই পূর্ব পরিচিত ছিল৷
advertisement
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় কাজলের সঙ্গে বচসা শুরু হয় বাবুজানের৷ কথা কাটাকাটির মধ্যেই প্রথমে কাজলকে খুন করে বাবুজান এবং তার সঙ্গী বিজয় মাছুয়া৷ ১৮ বছরের বিজয়ের সঙ্গে আবার কাজলের বোন রাধার সম্পর্ক ছিল বলে খবর৷ কাজলকে খুন করার পর তাঁর মেয়ে এবং বোনকে খুন করা হয় বলে জানতে পেরেছন তদন্তকারীরা৷ খুনের পর তিনটি দেহকেই রেল লাইনের পাশে ফেলে দেয় দু জন৷ যাতে তিন জনেরই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে প্রমাণ করা যায়৷ ধৃতদের জেরা করে খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Murder Update: দিদির পরকীয়া, বোনেরও প্রেম! পুরুলিয়ায় তিন খুনের কিনারা করল পুলিশ, জালে দুই প্রেমিক
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement