Krishnanagar Arrest: পিঠে স্কুল ব্যাগ, ভিতরে কী? কৃষ্ণনগরে বাস থামতেই এগিয়ে গেল পুলিশ, জালে ২ যুবক

Last Updated:

ভীমপুর থানার খামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বাস পৌঁছতেই পুলিশ তাদের আটক করে। ব্যাগে তল্লাশি চালাতেই জামা কাপড়ের ভিতর থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো প্লাস্টিকে মোড়া প্যাকেট।

কৃষ্ণনগরে বড় সাফল্য পুলিশের৷
কৃষ্ণনগরে বড় সাফল্য পুলিশের৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: পুলিশের চোখে ধুলো দিতে বেছে নেওয়া হয়েছিল স্কুল ব্যাগ, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের।
সাধারণ যাত্রীদের মতোই চারটি স্কুল ব্যাগ নিয়ে কৃষ্ণনগর থেকে বাসে চেপে মাজদিয়া যাচ্ছিলেন মাজদিয়ার বাসিন্দা গৌতম অধিকারী ও রহিম চৌধুরী। তাদের দেখে সন্দেহ হয়নি কারও। কিন্তু ফাঁকি দিতে পারেনি ভীমপুর থানার পুলিশের চোখকে। ভীমপুর থানার খামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বাস পৌঁছতেই পুলিশ তাদের আটক করে। ব্যাগে তল্লাশি চালাতেই জামা কাপড়ের ভিতর থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো প্লাস্টিকে মোড়া প্যাকেট। প্যাকেট খুলতেই বেড়িয়ে পরে আসল রহস্য। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার কেওনঝাড় থেকে ওই দুই যুবক গাঁজা বোঝাই ব্যাগ নিয়ে বাসে চেপে কলকাতার ধর্মতলায় আসে। পুলিশের চোখে ধুলো দিতে ব্যবহার করেছিল স্কুল ব্যাগ। ধর্মতলা থেকে ফের বাসে চেপে কৃষ্ণনগর পালপাড়ায় নামে। এর পর কৃষ্ণনগর থেকে বাসে চেপে মাজদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
advertisement
স্কুল ব্যাগ ব্যবহার করে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও সে খবর পৌঁছে যায় ভীমপুর থানার দুঁদে পুলিশ আধিকারিকদের কাছে। আগে থেকেই খামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ওৎ পেতে বসে ছিল সাদা পোশাকের পুলিশ। বাসটি সেখানে পৌঁছতেই ওই দুই যুবককে আটক করা হয়।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কৃষ্ণনগরের ডিএসপি শিল্পী পাল, ভীমপুর থানার ওসি তাপস ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। তাদের উপস্থিতিতে ব্যাগে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপরই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তদের কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তোলা হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Arrest: পিঠে স্কুল ব্যাগ, ভিতরে কী? কৃষ্ণনগরে বাস থামতেই এগিয়ে গেল পুলিশ, জালে ২ যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement