Digha News: মাঝসমুদ্রে বিকল ভুটভুটি, দিঘায় জগন্নাথ ধাম দর্শনে এসে বিপদে ২৩ পর্যটক! প্রাণ বাঁচাল হেল্পলাইন নম্বর

Last Updated:

দিঘা পৌঁছনোর ঠিক মুখেই ঘটে বিপত্তি৷ দিঘার সমুদ্র সৈকত থেকে প্রায় তিনশো মিটার দূরে মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় সেই ভুটভুটি নৌকা৷

দ্রুত পর্যটকদের উদ্ধার করে পুলিশ৷
দ্রুত পর্যটকদের উদ্ধার করে পুলিশ৷
পঙ্কজ দাশরথী, দিঘা: উদ্দেশ্য ছিল দিঘার জগন্নাথ ধাম দর্শন৷ তার সঙ্গে শীত কালে পিকনিক৷ কিন্তু বাসে অথবা ট্রেনে না এসে দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমা থেকে ছোট ভুটভুটি নৌকাতেই ঝুঁকির যাত্রা শুরু করেন ২৩ জন পর্যটক৷
যদিও দিঘা পৌঁছনোর ঠিক মুখেই ঘটে বিপত্তি৷ দিঘার সমুদ্র সৈকত থেকে প্রায় তিনশো মিটার দূরে মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় সেই ভুটভুটি নৌকা৷ ততক্ষণে অন্ধকার নেমেছে৷ মাঝসমুদ্রে অসহায় অবস্থায় আটকে পড়েন ২৩ জন পর্যটক এবং নৌকার মাঝি৷
তবে বিপদের মধ্যেও ওই দলে থাকা কয়েকজন পর্যটকের উপস্থিত বুদ্ধিতেই কাজ হয়৷ সমাজমাধ্যম থেকে পাওয়া পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন তাঁরা৷ পর্যটকদের আটকে পড়ার কথা জানতে পেরেই তৎপর হয় পুলিশ, প্রশাসন৷ দ্রুত দুটি স্পিড বোট নিয়ে প্রশিক্ষিত নুলিয়া এবং ডুবুরিদের একটি দল পর্যটকদের ওই বিকল লঞ্চের কাছে পৌঁছয়৷ এর পর স্পিড বোটে তুলেই প্রত্যেককে উদ্ধার করে সমুদ্র সৈকতে নিয়ে আসা হয়৷
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুল কুমার দে জানিয়েছেন, কয়েকদিন আগেই ওই হেল্পলাইন নম্বর চালু করেছে জেলা পুলিশ৷ পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণেই এতজন পর্যটককে দ্রুত উদ্ধার করা সম্ভব হল বলে জানিয়েছেন তিনি৷ ওই পর্যটকদের পরিচয়পত্রও খতিয়ে দেখছে পুলিশ৷
ঘটনার খবর পেয়ে রাতেই দিঘায় পৌঁছন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল৷ ওই পর্যটকদের দলটির থাকা খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি তাঁরা যাতে জগন্নাথ ধাম দর্শন করতে পারেন, সেই আশ্বাসও দেন তিনি৷ পাশাপাশি নুলিয়া এবং ডুবুরিদের যে দলটি ওই পর্যটকদের উদ্ধার করেছে, তাঁদেরও সাহসিকতার প্রশংসা করেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: মাঝসমুদ্রে বিকল ভুটভুটি, দিঘায় জগন্নাথ ধাম দর্শনে এসে বিপদে ২৩ পর্যটক! প্রাণ বাঁচাল হেল্পলাইন নম্বর
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement