Purulia Tourism: মনমুগ্ধকর পরিবেশ, সঙ্গে মিলে ময়ূরের নাচ, পুরুলিয়া গেলে এটা মিস করবেন না
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Purulia Tourism: শুরু হয়েছে ফেস্টিভ সিজন। আর এই মরশুমে সময় সুযোগ পেলেই শুরু হয়ে যায় বেড়ানোর প্ল্যান। কাছেপিঠে বেড়াতে যাওয়ার জন্য অনেকের কাছেই পছন্দের ডেসটিনেশন হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া।
advertisement
advertisement
শান্ত স্নিগ্ধ পরিবেশে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। বেড়ানোর পাশাপাশি এই ড্যামে বাড়তি আকর্ষণ ময়ূর দেখা। শীতের এই সময়তে ঝাঁকে, ঝাঁকে ময়ূর দেখতে পাওয়া যায় এই নরাহারা ড্যামে। আশেপাশের বিভিন্ন জায়গায়।পর্যটনে বাড়তি আকর্ষণ এই ময়ূর। যা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
advertisement
advertisement







