দুর্ব‍্যবহারের ভিডিও ভাইরাল! মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে সাসপেন্ড পুলিশ অফিসার

Last Updated:

মুখ্যমন্ত্রীর বর্ধমানের সভাস্হল থেকে সাসপেন্ড করা হল এক পুলিশ অফিসারকে। এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

মুখ্যমন্ত্রীর সভাস্হল থেকে সাসপেন্ড পুলিশ অফিসার, কি করেছিলেন তিনি?
মুখ্যমন্ত্রীর সভাস্হল থেকে সাসপেন্ড পুলিশ অফিসার, কি করেছিলেন তিনি?
পূর্ব বর্ধমান: মুখ্যমন্ত্রীর বর্ধমানের সভাস্হল থেকে সাসপেন্ড করা হল এক পুলিশ অফিসারকে। এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ? কী করেছেন তিনি? জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বর্ধমানের ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর দেবাশিস কুমার দে কে। তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার দুপুরে বর্ধমানের মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। তার আগে সোমবার রাতে সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখছিলেন জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস-সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সেই ছবি তুলছিলেন দুই সাংবাদিক। অভিযোগ, ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর দেবাশিস কুমার দে খবর সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিকের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়।
advertisement
advertisement
এরপরই ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ। অভিযোগ পাওয়ামাত্রই ওই এএসআই-কে চিহ্নিত করে মঙ্গলবার সকালেই সাসপেন্ড করা হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করার অভিযোগের ভিত্তিতে ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে।
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠে তখন মুখ্যমন্ত্রীর সভাস্হল ঘুরে দেখছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস-সহ অন্যান্য আধিকারিকরা। সাংবাদিকরাও সেখানে সভাস্থলের ছবি তুলছিলেন। সেই সময় এক চিত্রসাংবাদিককে হাত টেনে ধরে সেখান থেকে বের করে দিতে দেখা গিয়েছে ওই এ.এস.আইকে। এই ভিডিও ভাইরাল হতেই পুলিশ অফিসারের আচরণ নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। এরপর মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগে ওই এ.এস.আই-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। সেইমতো তাঁকে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্ব‍্যবহারের ভিডিও ভাইরাল! মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে সাসপেন্ড পুলিশ অফিসার
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement