Police Bandhu: মুখ্যমন্ত্রীর উদ্যোগ, এবার পুলিশ পৌঁছে যাবে সাধারণ মানুষের ঘরে ঘরে

Last Updated:

Police Bandhu: 'পুলিশ বন্ধু' প্রোগ্রাম চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে নবদ্বীপেও দেখা গেল এই বিশেষ কর্মসূচির আয়োজন।

+
পুলিশ

পুলিশ বন্ধু প্রোগ্রাম

নবদ্বীপ: সাধারণ মানুষের বিপদে-আপদে সাহায্য করার জন্যই পুলিশ। তবে পুলিশের নাম শুনলেই অনেকের ভয়, যেকোন রকম সমস্যায় বাইরেই নিজেরা মিটিয়ে নিতে চান, আইনি ঝামেলায় যেতে চান না। দোষ হোক কিংবা নির্দোষ সমস্যা হলে পুলিশ স্টেশনে গিয়ে সেই অভিযোগ জানাতে অনেকেই দ্বিধাবোধ করেন।
তবে পুলিশ প্রশাসন বসে রয়েছে সাধারণ মানুষকে সাহায্য করতে, তাদের বিড়ম্বনায় ফেলতে নয়, এই বার্তা দিতেই পুলিশের সঙ্গে সাধারণ জনগণের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে এবং তাদের সাহায্য করবার জন্য ‘পুলিশ বন্ধু’ প্রোগ্রাম চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে নবদ্বীপেও দেখা গেল এই বিশেষ কর্মসূচির আয়োজন।
advertisement
advertisement
এদিন কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে নবদ্বীপ থানার ব্যবস্থাপনায়, নবদ্বীপ থানা এলাকায় বিভিন্ন গ্রামে এই ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি। এদিনের এই ক্যাম্পে সাধারণ মানুষের অভিজ্ঞতা ও বিভিন্ন ধরনের ছোটখাটো অভিযোগ জানাতে ভিড় ছিল লক্ষণীয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ বন্ধু প্রোগ্রামের মধ্য দিয়ে পুলিশের সঙ্গে সাধারণ জনগণের জনসংযোগ বাড়াতে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে এই ধরনের ক্যাম্পের মধ্য দিয়ে সচেতনতার লক্ষ্যমাত্রা পৌঁছে যাবে মানুষের মধ্যে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে বলে আশাবাদী প্রশাসন।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Bandhu: মুখ্যমন্ত্রীর উদ্যোগ, এবার পুলিশ পৌঁছে যাবে সাধারণ মানুষের ঘরে ঘরে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement