West Bengal news: চোখের সামনে টাকা ডবল! বর্ধমানে পুলিশের জালে প্রতারণা চক্রের দুই পাণ্ডা

Last Updated:

West Bengal news: পাঁচশো টাকার একটা নোট দিলেই মিলছিল হাজার টাকা। লোভে পড়ে কেউ দিয়েছিলেন এক লাখ টাকাও। সেই টাকা নিয়ে চম্পট দিচ্ছিল প্রতারকরা। সেই চক্রকে হাতেনাতে ধরল পুলিশ।

চোখের সামনে টাকা ডবল
চোখের সামনে টাকা ডবল
বর্ধমান: পাঁচশো টাকার একটা নোট দিলেই মিলছিল হাজার টাকা। পাঁচ হাজারে দেওয়া হচ্ছিল দশ হাজার। লোভে পড়ে কেউ দিয়েছিলেন এক লাখ টাকাও। সেই টাকা নিয়ে চম্পট দিচ্ছিল প্রতারকরা। সেই চক্রকে হাতেনাতে ধরল পুলিশ। এই ঘটনায় বর্ধমানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
টাকা দ্বিগুণ থেকে তিনগুণ করে দেওয়ার নাম করে দিনের পর দিন বেশ কিছু মানুষকে প্রতারণা করার পর শনিবার বর্ধমান থানার পুলিশের জালে ধরা পড়ল প্রতারণা চক্রের দুই পাণ্ডা। ধৃতদের মধ্যে একজনের নাম গোপাল সিং, বাড়ি বর্ধমান শহরের কালনা রোডের খালাসিপাড়া এলাকায়। অন্য জনের নাম সীতারাম পোরেল, বাড়ি রায়না থানার মুক্তার পাড়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
advertisement
আরও পড়ুন: ক্যানের দুধ কিনলে দিতে হবে জিএসটি! কিসের খরচ কমল, কিসের বাড়ল, বললেন অর্থমন্ত্রী
শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বর্ধমান শহরের অনিতা সিনেমা গলির ভিতরে একটি হোটেলের তিন তলার একটি ঘর থেকে প্রতারণা চক্রের এই দুই পাণ্ডাকে আটক করে। পরে তাদের গ্রেফতার করা হয়।
advertisement
পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে প্রতারকদের কাছ থেকে বেশ কয়েকটি আয়োডিন এবং হাইপো কেমিকেলের শিশি, পাঁচশো টাকার নোটের সাইজের কালো কাগজের বান্ডিল, প্রচুর সাদা কাগজ, ইঞ্জেকশনের সিরিঞ্জ, সুতলি দড়ি-সহ আরও বেশি কিছু জিনিষ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের দোষ স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। জানা গিয়েছে, ধৃত গোপাল সিং বছর খানেক আগেও খাগড়াগড়, মাঠপাড়া এলাকা থেকে টাকা জাল করার অপরাধে গ্রেফতার হয়েছিল।
advertisement
প্রথমে নাকি সত্যিই ডবল টাকা দিত প্রতারকেরা। লোভে পড়ে অনেকেই আনতেন অনেক বেশি টাকা। তখনই সেই টাকার বদলে ভুয়ো বান্ডিল ধরিয়ে চম্পট দিত দুষ্কৃতীরা। গত বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে এই অভিযোগ আসছিল। এরপর পুলিশ জাল বিছানো শুরু করে। তাতেই ধরা পড়ে দুই দুষ্কৃতী। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: চোখের সামনে টাকা ডবল! বর্ধমানে পুলিশের জালে প্রতারণা চক্রের দুই পাণ্ডা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement