Burdwan: পরনে নতুন পাঞ্জাবি, গলায় মালা, বিয়ে করতে এসে কেন শ্রীঘরে গেল বর?

Last Updated:

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের নান্দুর এলাকার একটি কালী মন্দিরে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#বর্ধমান: বিয়ে করতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হল বরের। বিয়ের নতুন পাঞ্জাবি, গলায় রজনীগন্ধার মালা পরেই জেলে রাত কাটাতে হল বরকে। বিয়ে চলাকালীন মণ্ডপে হাজির বর্ধমান থানার পুলিশ। নাবালিকাকে বিয়ে করতে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয় বর।বর্ধমানের নান্দুর এলাকার একটি কালী মন্দিরে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধৃতের নাম বিশ্বনাথ বিশ্বাস। তার বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বড়শুলের কুমিরখোলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর ও কনে দু' জনই শক্তিগড় থানার বড়শুল এলাকার বাসিন্দা। শুক্রবার বর্ধমান থানার পুলিশ বরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বর্ধমান আদালতে পেশ করেছে।
advertisement
advertisement
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের  নান্দুর এলাকার একটি  কালী মন্দিরে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। ততক্ষণে বিয়ের মণ্ডপে এসে হাজির বর। সেই  সময় নাবালিকার বিয়ের প্রস্তুতি চলছিল। পুলিশের উপস্থিতি দেখে বর ও কনেকে ছেড়ে পলাতক হয় উভয় পক্ষেরই পরিবার।
advertisement
জানা গিয়েছে, কনের বয়স ১৭ বছর। এখনও বিয়ের বয়স হয়নি তার। তাই নাবালিকার বিয়ে বন্ধ করলো পূর্ব বর্ধমান চাইল্ড লাইন ও বর্ধমান থানার পুলিশ। নাবালিকার বিয়ে বন্ধ করে তাকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। বরকে গ্রেফতার করে নিয়ে আসা হয় বর্ধমান থানায়।
পূর্ব বর্ধমান জেলি পুলিশের ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল জানিয়েছেন,নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, নাবালিকার বিয়ে হতে চলেছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গেই সেই বিয়ে থামাতে তৎপর হয় পুলিশ ও চাইল্ড লাইন। কালী মন্দিরে পুলিশ পৌঁছতেই বর ও কনে পক্ষের সবই গা ঢাকা দেয়। বরকে পাকড়াও করে থানায় নিয়ে যায় পুলিশ। নাবালিকাদের বিয়ে ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে আরও সচেতনতামূলক প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan: পরনে নতুন পাঞ্জাবি, গলায় মালা, বিয়ে করতে এসে কেন শ্রীঘরে গেল বর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement