Cyber Crime: সাইবার ক্রাইম কমাতে তৎপর পুলিশ! কীভাবে সুরক্ষিত থাকবেন আপনি? দেওয়া হল বার্তা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
পুলিশ জানিয়েছে যারা এই ধরনের সিম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে তাদের সম্পর্কে তথ্য পুলিশকে দিন।
মুর্শিদাবাদ: বর্তমানে ফেসবুকের মাধ্যমে চলছে অবৈধ কাজ। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ । তাই এবার মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে সাধারণ মানুষ যাতে সচেতন থাকতে পারেন তার জন্য দেওয়া হল বিশেষ বার্তা। মানতে হবে বেশ কিছু নিয়ম। তাহলেই থাকবেন আপনি সুরক্ষিত?
সাইবার যেন ছারপোকা। এদের কারণে অর্থের ক্ষতি ছাড়া আপনার বা আপনার প্রিয়জনকে অ্যারেস্ট করছে না তো? সাবধান হন এখনই। দেখুন কী বলছে মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার পুলিশ।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
আর্থিক ক্ষতি ছাড়াও ভুলের জন্য যেমন ডিজিটাল মাধ্যমে আর্থিক প্রতারণার স্বীকার হতে পারেন। ঠিক তেমনই ভুল বা না জানার জন্য গ্রেফতার হতে পারেন। বর্তমানে অর্থের প্রয়োজন সবার থাকে। আর এই অর্থের প্রয়োজনে বিভিন্ন জায়গায় রাস্তা খুঁজতে পারেন। কেউ ১০-৫০হাজার টাকা অর্থ উপার্জন করতে পারেন বলে টোপ দেওয়া হয়। কোন সময় বলা হয় সিমকার্ড দিলেই ৫হাজার টাকা করে দেওয়া হয়। এই ধরনের বিভিন্ন ধরনের প্রলোভন নিয়ে উপস্থিত হবে। সাবধান থাকুন এই সমস্ত লোকেদের থেকে। এরাই হল সাইবার ছারপোকা। সিম কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এদের কে দিচ্ছেন, এর ফলে যে আর্থিক লেনদেন হয় তাতে মুলত সাইবার ক্রাইমের টাকা ট্রান্সফার হয়। যার কারণে এই টাকা ক্রেডিট হলেই পুলিশ তদন্ত করে তাদের কে চিহ্নিত করে জেল বা পুলিশ হেফাজতে থাকছেন।
advertisement
আরও পড়ুন Monkey drinking ORS: ঝাড়গ্রামে ওষুধের দোকানে বসে ORS খেল অসুস্থ হনুমান, চারিদিকে হুলুস্থুল
পুলিশ জানিয়েছে যারা এই ধরনের সিম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে তাদের সম্পর্কে তথ্য পুলিশকে দিন। তাহলে আরও সক্রিয় ভাবে দমন করার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। সাইবার ক্রাইম একটা ক্যানসারের মতো । আর এই ‘সাইবার ছারপোকা’ হল ‘তামাকজাত পদার্থ’। আগামী দিনে সাইবার নিরাপদ পদক্ষেপ গ্রহণ করতে পারা যাবে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 6:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Crime: সাইবার ক্রাইম কমাতে তৎপর পুলিশ! কীভাবে সুরক্ষিত থাকবেন আপনি? দেওয়া হল বার্তা