বিষধর সাপকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিল এলাকাবাসীরা
Last Updated:
মঙ্গলবার সকালে এই ঘটনা সবার নজরে এলে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন-সহ বনদফতরকে ৷
#বেলদা: বাড়ির আশপাশে থেকে বাড়ির ভিতরে কোনও বিষধর সাপ লক্ষ্য করলে সাধারণত তাকে মেরে ফেলা হয়। কিন্তু এই বিষধর সাপকে নিয়ে এক বিপরীত চিত্র ফুটে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বড় মাতকাৎপুর এলাকায় ৷
সোমবার রাতে এলাকার বাসিন্দা কাজল সাঁতরার পুকুরে কাছে মাছ চুরি আটকাতে চারিদিকে জাল পেতে ছিলনেন। কিন্তু সেই জালে একটি পূর্ণবয়স্ক বিষধর খরিস সাপ আটকে যায়। সাপটি দৈর্ঘে ৪ থেকে সাড়ে চার ফুটের বলে জানিয়েছে এলাকাবাসীরা ।
মঙ্গলবার সকালে এই ঘটনা সবার নজরে এলে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন-সহ বনদফতরকে ৷ কিন্তু বনদফতর দেরিতে আসার কারণে গ্রামবাসীরা মিলে সেই বিষধর সাপটিকে জাল থেকে ছাড়িয়ে জঙ্গলে ছেড়ে দেয় ।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2019 5:47 PM IST
