দিঘার পরে এবার বকখালি...! দেখা মিলল ভয়ঙ্কর বিষাক্ত এই জীবের... তুমুল আতঙ্কে পর্যটকেরা
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
এর আগে দিঘাতেও দেখা মিলেছিল এই সাপের। তখনও ভয়াবহ আতঙ্ক জন্মেছিল পর্যটকদের মনে। ঘটনার কী সমাধান করা যায় তা দেখছে প্রশাসন।
বিশ্বজিৎ হালদার, বকখালি: সমুদ্র সৈকতে দেখা মিলল বিষাক্ত ইয়োলো বেলি সাপে। দিঘার পরে বকখালি সমুদ্র সৈকত এই প্রথম দেখা মিলল এই সাপের। যাকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। রবিবার সকাল থেকে সতর্কমূলক প্রচার শুরু করেছে প্রশাসন।
শনিবার দুপুরে বকখালিতে ভরা জোয়ারের সময় দেখা মেলে বিষাক্ত সাপ ইয়লো বেলির। সিভিল ডিফেন্সের কর্মীরা বকখালির সমুদ্র সৈকতে সাপটিকে ভাসতে দেখেন। ওই সময় সমুদ্রে বহু পর্যটক স্নান করছিলেন। সিভিল ডিফেন্সের কর্মীরা সঙ্গে সঙ্গে সবাইকে সরিয়ে দেন। এরপরই তাঁরা জীবিত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই কাকদ্বীপ মহকুমা প্রশাসন ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে মাইকিং শুরু করে। সমুদ্র সৈকতে সাপটি উদ্ধার হওয়ার পর থেকেই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
advertisement
advertisement
এর আগে দিঘাতেও দেখা মিলেছিল এই সাপের। তখনও ভয়াবহ আতঙ্ক জন্মেছিল পর্যটকদের মনে। ঘটনার কী সমাধান করা যায় তা দেখছে প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 28, 2024 11:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘার পরে এবার বকখালি...! দেখা মিলল ভয়ঙ্কর বিষাক্ত এই জীবের... তুমুল আতঙ্কে পর্যটকেরা