India vs Sri Lanka: ব্যাটে সূর্য, বলে রিয়ান! শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়েই গম্ভীর যুগের সূচনা করল ভারত

Last Updated:

India vs Sri Lanka: লড়াই করেও শেষ হাসি হাসতে পারল না শ্রীলঙ্কা। প্রথম টি২০ ম্যাচে ৪৩ রানে ভারতের বিরুদ্ধে হারল শ্রীলঙ্কা।

জিতল ভারত।
জিতল ভারত।
ক্যান্ডি: লড়াই করেও শেষ হাসি হাসতে পারল না শ্রীলঙ্কা। প্রথম টি২০ ম্যাচে ৪৩ রানে ভারতের বিরুদ্ধে হারল শ্রীলঙ্কা। শনিবার ক্যান্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২১৩ রান তুলল ভারত। ওপেনিংয়ে ব্যাট করতে নেমেই ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। ২১ বলে ৪০ করে আউট হন জয়সওয়াল, গিল করেন ১৬ বলে ৩৪ রান।
অধিনায়কের দায়িত্ব পেয়েই সফল সূর্যকুমার যাদব। ২৬ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন সূর্যকুমার। ঋষভ পন্থ ৩৩ বলে ৪৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল শ্রীলঙ্কা। মাত্র ১৪ ওভারে একটি উইকেট হারিয়ে ১৪০ রান করে শ্রীলঙ্কা।
advertisement
advertisement
তবে নিসাঙ্কা আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। মাত্র ৩০ রানে শেষ ৯টি উইকেট হারায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ৪৮ বলে ৭৯ করেন নিসাঙ্কা, ২৭ বলে ৪৫ করেন কুসল মেন্ডিস। ভারতের হয়ে মাত্র ৮ বল করে ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন রিয়ান পরাগ। ২টি করে উইকেট নেন অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। ১টি করে উইকেট নেন সিরাজ এবং বিষ্ণোই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Sri Lanka: ব্যাটে সূর্য, বলে রিয়ান! শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়েই গম্ভীর যুগের সূচনা করল ভারত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement