সেনা জওয়ানের মেয়েকে পি*ষে দিয়ে গেল মালবোঝাই লরি, বাড়ি ফেরার পথে প্রা*ণ গেল স্কুলছাত্রীর! পিংলায় ব্যাপক উত্তেজনা

Last Updated:

Student Mishap : পড়াশোনা করে চাকরি পেয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা ছিল তার স্বপ্ন। পিংলায় লরি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। আশঙ্কাজনক আরও দুই।

পিংলায় দুর্ঘটনা
পিংলায় দুর্ঘটনা
পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পড়াশোনা করে চাকরি পেয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা ছিল তার স্বপ্ন। গ্রামবাসী এবং পরিবারের কাছে বড্ড আদরের ছিল এই স্কুল ছাত্রী। তবে নিমেষেই যেন কাল অন্ধকারে ঢাকল গোটা এলাকা। ছাত্রীকে ঘিরে আনন্দ পরিণত হল শোকে। সন্ধ্যায়, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। বাড়ি ফেরার পথে পিংলায় লরি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার। আশঙ্কাজনক আরও দুই। স্বাভাবিকভাবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।
বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের পিংলায় রাজ্য সড়কের উপর ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এদিন সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে এক স্কুল ছাত্রী, স্কুটি ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায়। ঘটনাটি ঘটেছে জামনা-বারবেটিয়া রাজ্য সড়কের বেনাগেরিয়া এলাকায়। মৃত ছাত্রীর নাম তাসমিনা খাতুন (১৪)। বাবা একজন সেনা জওয়ান বলে খবর। বাড়ি সবং ব্লকের দাঁদরা অঞ্চল এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বারবেটিয়া-জামনা রাজ্য সড়ক ধরে একটি স্কুটিতে তাসমিনা সহ আরও দু’জনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ছাত্রীটি ছিটকে পড়ে রাস্তায়। তখনই ওই ছাত্রীকে পিষে চলে যায় লরিটি। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্কুটিতে থাকা বাকি দুইজন গুরুতর জখম অবস্থায় বর্তমানে পিংলা হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই মাল বোঝাই লরি অতিরিক্ত গতিতে চলাচল করে। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লরিটি আটক করা হয়েছে, চালককেও আটক করা হয়েছে। মৃত ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। ছাত্রীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সেনা জওয়ানের মেয়েকে পি*ষে দিয়ে গেল মালবোঝাই লরি, বাড়ি ফেরার পথে প্রা*ণ গেল স্কুলছাত্রীর! পিংলায় ব্যাপক উত্তেজনা
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement