Howrah News: বাসে উঠল তিন পকেটমার, চালক চিনে ফেলতেই ভয়ানক কাণ্ড ঘটাল যুবকরা

Last Updated:

Howrah News: পকেটমারদের বাস থেকে নেমে যেতে বললে শুরু হয় বচসা। তার পরই ভয়ানক কাণ্ড।

#হাওড়া: পকেট মারার আগেই চিনে ফেলল বাস চালক। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যেতে বলায় বেজায়  চটল পকেট মারের দল। নামার আগে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিয়ে লাফ মেরে পালালো তিনজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের হাই ড্রেনে পড়ল যাত্রীবোঝাই বাস।
এমন ভয়ানক ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। অল্পের জন্যে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল হাওড়া থেকে সোদপুরগামী বাস। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকাল।
আরও পড়ুন- অবিশ্বাস্য! বাড়ির ছাদে কত রকমের ফুল ফোটাল এই ছাত্র? জানলে অবাক হবেন
হাওড়া থেকে ৫৬ রুটের পাবলিক বাস যাত্রী নিয়ে সোদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। হাওড়া, সালকিয়া হয়ে বাস যখন লিলুয়া বড় গেট ক্রস করে, তখন চালকের নজর পড়ে তিন যুবকের দিকে। যুবকদের নাম পরিচয় না জানলেও তাদের কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল চালক।
advertisement
advertisement
ওই তিন যুবকই নাকি পকেটমার হিসাবেই পরিচিত। সাধারণ যাত্রীদের কেপমারির হাত থেকে বাঁচাতেই চালক কন্ডাক্টরকে নির্দেশ দেন, ওই তিন যুবককে যেন বাস থেকে তখনই নামিয়ে দেওয়ার হয়। তিনজনকে নেমে যেতে বললেই শুরু হয় বচসা।
সাধারণ যাত্রীরা যখন তিন যুবককে ধরে ফেলতে যায়, সেই সময় এক যুব হঠাৎ করেই বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। বাস সোজা নেমে পরে রাস্তার ধারে নর্দমায়। যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়েন।  প্রাণ বাঁচাতে হুড়মুড় করে বাস থেকে নেমে যেতে থাকেন যাত্রীরা।  সেই সুযোগ নিয়ে চম্পট দেয় অভিযুক্ত তিন যুবক।
advertisement
আরও পড়ুন- দুঃস্থ শিশুদের শিক্ষাদানের উদ্যোগ স্থানীয়দের! পুলিশ কেন্দ্রের সামনেই কোচিং
প্রায় উল্টে যাওয়া বাস থেকে মহিলা ও শিশুদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এর পর পুলিশ এসে বেশ কয়েকজন আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়। বড় ক্রেন এনে তোলা হয় বাসটিকে। চালকের অভিযোগে তিন যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । তিন যুবকের এমন কাণ্ডে বিস্মিত পুলিশ থেকে শুরু করে সাধারণ যাত্রীরা |
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাসে উঠল তিন পকেটমার, চালক চিনে ফেলতেই ভয়ানক কাণ্ড ঘটাল যুবকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement