Nabanna: জল জীবন মিশনের পাইপলাইনে কাজ করতে গিয়ে মৃত ৩ শ্রমিক, ঘটনাস্থলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের দুই প্রতিনিধি দল

Last Updated:

পাইপলাইন ওয়েল্ডিং-এর কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। জল জীবন মিশনের পাইপলাইনের কাজ করতে গিয়ে মঙ্গলবার তিন শ্রমিকের মৃত্যু হল। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের চিফ ইঞ্জিনিয়ারদের দুই প্রতিনিধি আসানসোল এসেছেন।

নবান্ন
নবান্ন
দীপক শর্মা, কলকাতা: পাইপলাইন ওয়েল্ডিং-এর কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। জল জীবন মিশনের পাইপলাইনের কাজ করতে গিয়ে মঙ্গলবার তিন শ্রমিকের মৃত্যু হল। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের চিফ ইঞ্জিনিয়ারদের দুই প্রতিনিধি আসানসোল এসেছেন।
ইতিমধ্যেই তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করেন তাঁরা। ওয়েল্ডিং-য়ের সময় ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তার পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। এই বিষয়ে খনি বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলা হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
চিফ ইঞ্জিনিয়ার অনিমেষ ভট্টাচার্য বলেন তারা এই দুর্ঘটনার সমস্ত বিভাগীয় বৈঠক করবেন এবং একটি তদন্ত রিপোর্ট তৈরি করে নবান্নে জমা দেবেন। পাশাপাশি তিনি এটাও জানান, নিহত ও আহতদের পরিবারের পাশে সর্বত ভাবে পাশে থাকবেন। আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabanna: জল জীবন মিশনের পাইপলাইনে কাজ করতে গিয়ে মৃত ৩ শ্রমিক, ঘটনাস্থলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের দুই প্রতিনিধি দল
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement