Tangra building tragedy: বাস করাই বিপজ্জনক, ট্যাংরার হেলে পড়া বহুতলও ভেঙে ফেলবে পুরসভা! এবার ১৩টি পরিবারের সর্বনাশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
ট্যাংরার হেলে পড়া এই বহুতলটির আরও একটি বিষয় দেখে অবাক হয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা৷ সামনে থেকে বহুতলটি পাঁচ তলা হলেও পিছন দিক থেকে সেটি ছ তলা৷
কলকাতা: বাঘাযতীনের পর এবার ট্যাংরার হেলে পড়া বহুতলটিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷ এ দিন সকালেই কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডের ছ তলা ওই বহুতলটির হেলে পড়ার খবর জানা যায়৷ ঘটনাস্থলে পৌঁছে কলকাতার পুরসভার ইঞ্জিনিয়াররা৷
বহুতলটির অবস্থা খতিয়ে দেখে সেটি বসবাসের পক্ষে বিপজ্জনক বলে জানান৷ একই মত দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও৷ এর পরই ওই বহুতল অগ্রাধিকারের ভিত্তিতে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা৷
আরও পড়ুন: পুরুষ সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মা, দেখে ফেলায় খুন দশ বছরের ছেলে? খড়দহে ভাগাড়ে মিলল দেহ
advertisement
advertisement
ক্রিস্টোফার রোডের ওই বহুতলটির নির্মাণ কাজ বছর দুয়েক আগেই শেষ হয়েছে৷ এই মুহূর্তে সেখানে ১৩টি পরিবার বসবাস করছিল৷ কয়েকদিন ধরেই অল্প অল্প করে পাশের একটি নির্মীয়মাণ বহুতলের উপরে হেলে পড়ছিল ওই ছ তলা ওই আবাসনটি৷ বহুতল হেলে পড়ার খবর পেয়ে বিষয়টি পুরসভাকে জানান স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা৷ এর পরেই ঘটনাস্থলে যায় পুরসভার আধিকারিকরা৷
advertisement
প্রাথমিক পরিদর্শনের পর পুরসভার ইঞ্জিনিয়ারদের ধারণা, পাশের নির্মীয়মাণ বহুতলটিও কিছুটা হেলে রয়েছে৷ প্রথম বহুতলটি ভেঙে ফেলার পর নির্মীয়মাণ বহুতলটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে পুর কর্তৃপক্ষ৷
ট্যাংরার হেলে পড়া এই বহুতলটির আরও একটি বিষয় দেখে অবাক হয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা৷ সামনে থেকে বহুতলটি পাঁচ তলা হলেও পিছন দিক থেকে সেটি ছ তলা৷ পুর কর্তৃপক্ষের নজরদারি এড়াতে ছাদের উপরে পিছন দিকে বেআইনি ভাবে একটি তলা তৈরি করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে৷ পুরসভার অনুমোদিত প্ল্যানের সঙ্গে বহুতলটির নির্মাণের মিল রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
বহুতলের আবাসিকরা জানিয়েছেন, রজত লি নামে এক প্রমোটার ওই বহুতলটি তৈরি করেছেন৷ তাঁর খোণজও শুরু করেছে পুলিশ৷ অন্যদিকে, নির্মীয়মাণ বহুতলটি তৈরি করেছন টাকলু নামে স্থানীয় এক প্রমোটার৷
কয়েকদিন আগেই একই ভাবে হেলে পড়েছিল বাঘাযতীনের একটি বহুতল৷ সেক্ষেত্রেও বহুতল ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা৷ বাঘাযতীনের ক্ষেত্রে মাথার উপরে ছাদ হারিয়েছিল আটটি পরিবার৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রমোটারকেও৷ এবার পথে বসার অবস্থা ট্যাংরার ১৩টি পরিবারের৷
advertisement
সহ প্রতিবেদন- সুস্মিতা মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2025 4:18 PM IST