Tangra building tragedy: বাস করাই বিপজ্জনক, ট্যাংরার হেলে পড়া বহুতলও ভেঙে ফেলবে পুরসভা! এবার ১৩টি পরিবারের সর্বনাশ

Last Updated:

ট্যাংরার হেলে পড়া এই বহুতলটির আরও একটি বিষয় দেখে অবাক হয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা৷ সামনে থেকে বহুতলটি পাঁচ তলা হলেও পিছন দিক থেকে সেটি ছ তলা৷

ট্যাংরায় এভাবেই হেলে পড়েছে বহুতল (ডানদিকে)৷
ট্যাংরায় এভাবেই হেলে পড়েছে বহুতল (ডানদিকে)৷
কলকাতা: বাঘাযতীনের পর এবার ট্যাংরার হেলে পড়া বহুতলটিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷ এ দিন সকালেই কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডের ছ তলা ওই বহুতলটির হেলে পড়ার খবর জানা যায়৷ ঘটনাস্থলে পৌঁছে কলকাতার পুরসভার ইঞ্জিনিয়াররা৷
বহুতলটির অবস্থা খতিয়ে দেখে সেটি বসবাসের পক্ষে বিপজ্জনক বলে জানান৷ একই মত দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও৷ এর পরই ওই বহুতল অগ্রাধিকারের ভিত্তিতে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা৷
advertisement
advertisement
ক্রিস্টোফার রোডের ওই বহুতলটির নির্মাণ কাজ বছর দুয়েক আগেই শেষ হয়েছে৷ এই মুহূর্তে সেখানে ১৩টি পরিবার বসবাস করছিল৷ কয়েকদিন ধরেই অল্প অল্প করে পাশের একটি নির্মীয়মাণ বহুতলের উপরে হেলে পড়ছিল ওই ছ তলা ওই আবাসনটি৷ বহুতল হেলে পড়ার খবর পেয়ে বিষয়টি পুরসভাকে জানান স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা৷ এর পরেই ঘটনাস্থলে যায় পুরসভার আধিকারিকরা৷
advertisement
প্রাথমিক পরিদর্শনের পর পুরসভার ইঞ্জিনিয়ারদের ধারণা, পাশের নির্মীয়মাণ বহুতলটিও কিছুটা হেলে রয়েছে৷ প্রথম বহুতলটি ভেঙে ফেলার পর নির্মীয়মাণ বহুতলটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে পুর কর্তৃপক্ষ৷
ট্যাংরার হেলে পড়া এই বহুতলটির আরও একটি বিষয় দেখে অবাক হয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা৷ সামনে থেকে বহুতলটি পাঁচ তলা হলেও পিছন দিক থেকে সেটি ছ তলা৷ পুর কর্তৃপক্ষের নজরদারি এড়াতে ছাদের উপরে পিছন দিকে বেআইনি ভাবে একটি তলা তৈরি করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে৷ পুরসভার অনুমোদিত প্ল্যানের সঙ্গে বহুতলটির নির্মাণের মিল রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
বহুতলের আবাসিকরা জানিয়েছেন, রজত লি নামে এক প্রমোটার ওই বহুতলটি তৈরি করেছেন৷ তাঁর খোণজও শুরু করেছে পুলিশ৷ অন্যদিকে, নির্মীয়মাণ বহুতলটি তৈরি করেছন টাকলু নামে স্থানীয় এক প্রমোটার৷
কয়েকদিন আগেই একই ভাবে হেলে পড়েছিল বাঘাযতীনের একটি বহুতল৷ সেক্ষেত্রেও বহুতল ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা৷ বাঘাযতীনের ক্ষেত্রে মাথার উপরে ছাদ হারিয়েছিল আটটি পরিবার৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রমোটারকেও৷ এবার পথে বসার অবস্থা ট্যাংরার ১৩টি পরিবারের৷
advertisement
সহ প্রতিবেদন- সুস্মিতা মণ্ডল
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra building tragedy: বাস করাই বিপজ্জনক, ট্যাংরার হেলে পড়া বহুতলও ভেঙে ফেলবে পুরসভা! এবার ১৩টি পরিবারের সর্বনাশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement