Pet Friendly Restaurant: রাজ্যে প্রথম, পোষ্যকে সঙ্গে নিয়েই জমিয়ে হবে ভুরিভোজ! কোথায় চালু হল এমন রেস্টুরেন্ট
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
চিন্তা ছাড়াই আপনি আপনার পোষ্যকে নিয়ে যেতে পারবেন রেস্টুরেন্টে, খেতে পারবেন একসঙ্গে বসেই। শুধু খাওয়া দাওয়া নয় গ্রুমিং থেকে চিকিৎসা পরিষেবা সবই পাবেন একসঙ্গে।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: ওরাও পরিবারের সদস্য, সন্তান-সম তাই দুর্গাপুজো, কালীপুজো হোক বা যেকোনও উৎসব ওদের ছাড়া রেস্টুরেন্টে যেতে মন কাঁদে, বাড়িতে একা রেখে যেতে ইচ্ছা করে না কোথাও কিন্তু ইচ্ছা থাকলেও উপায় থাকেনা।এবার আর ওদের রেখে যেতে হবে না বাড়িতে, ওদের নিয়েই আপনি যেতে পারবেন রেস্টুরেন্টে, একসঙ্গে বসে করতে পারবেন খাওয়া দাওয়া। এমনকি কোথাও গেলে ওদের রেখে আসতে পারবেন নিদিষ্ট জায়গায়। কিন্তু ওরা কারা? সেটাই ভাবছেন তো? ওরা আপনার পরিবারের সবথেকে আদরের সদস্য, আপনার পোষ্য। ভাবছেন তো কলকাতার কোন ক্যাফে বা রেস্টুরেন্টের কথা বলছি? না এই সুযোগ এবার আপনি পাবেন আপনার শহরেই।
বেশিরভাগ মানুষই যাদের বাড়িতে পোষ্য আছে, তারা নিজেদের পোষ্যদের মনে করেন ঠিক নিজেদের সন্তানের মতোই। তাই তাদের কাছ ছাড়া করতে চান না এক মুহূর্তের জন্যও। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠে না, সব সময় কারণ রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার অনুমতি থাকে না ওদের। আবার কোথাও নিয়ে যাওয়ার অনুমতি থাকলে চিন্তা হয়ে দাঁড়ায় আমরা খাব আর ওরা? ওরা কী খাবে? তবে এবার যেকোনও চিন্তা ছাড়াই আপনি আপনার পোষ্যকে নিয়ে যেতে পারবেন রেস্টুরেন্টে, খেতে পারবেন একসঙ্গে বসেই। শুধু খাওয়া দাওয়া নয় গ্রুমিং থেকে চিকিৎসা পরিষেবা সবই পাবেন একসঙ্গে।
advertisement
advertisement
এবার আপনার শহর বর্ধমানেই রেস্টুরেন্টে পারবেন আপনার পোষ্যকে নিয়ে সময় কাটানো ও খাওয়া দাওয়ার সুযোগ। তবে দুটি আলাদা আলাদা ভাবে ভাগ করা রয়েছে রেস্টুরেন্টটিকে। একতলায় ফ্যামেলি রেস্টুরেন্ট ও দ্বিতীয় তলায় পেট ফ্রেন্ডলি ক্যাফে, যেখানে আপনি নিয়ে যেতে পারেন আপনার সন্তানসম পোষ্যটিকে। এক সঙ্গে বসে করতে পারবেন খাওয়া-দাওয়া। এমনকী করতে পারবেন আপনার পোষ্যদের জন্মদিন উদযাপনও। তবে শুধু খাওয়া দাওয়াই নয়, একই ছাদের নিচে আপনি করাতে পারবেন আপনার পোষ্যের গ্রুমিং থেকে চিকিৎসা সবই। এমনকি আপনি ঘুরতে গেলে বা কোনও কাজে বাইরে গেলে রেখে যেতে পারবেন তাকে। বৈশাখী চক্রবর্তী জানান, “পশ্চিমবঙ্গে আমাদের এটাই সম্ভবত প্রথম, যেখানে একই ছাদের নিচে পোষ্যদের জন্য পাওয়া যাবে সমস্ত রকমের পরিষেবা। পোষ্যের জন্য একেবারে আলাদাভাবে খাবার তৈরি করা হয়, যা তাদের পরিবেশন করা হয় বিশেষ টেবিলে।” পাশাপাশি তিনি আরও জানান, এখানে ২৪ ঘন্টা ডাক্তারি পরিষেবা সহ নানা আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা করানো হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার আপনার আদরের পোষ্যটিকে বাড়িতে একা রেখে মন খারাপ করার দিন শেষ। নিশ্চিন্তে আপনার পোষ্যকে সঙ্গে নিয়ে সময় কাটাতে পারবেন এছাড়াও একই ছাদের নিচে খাওয়া-দাওয়া, গ্রুমিং, চিকিৎসা থেকে ডে-কেয়ারের পাবেন সমস্ত পরিসেবাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 14, 2025 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pet Friendly Restaurant: রাজ্যে প্রথম, পোষ্যকে সঙ্গে নিয়েই জমিয়ে হবে ভুরিভোজ! কোথায় চালু হল এমন রেস্টুরেন্ট