Purulia News: মাটির বাড়ি ভেঙে মৃত ৩, প্রিয়জনদের পথে চেয়ে ঠায় বসে শবর পরিবারের পোষ্য সারমেয়

Last Updated:

সোমবার রাতে পুরুলিয়ার টামনা থানার ভাণ্ডারপুর গ্রামের কাছে একটি কাঁচা বাড়ি ভেঙে পড়ে৷ গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বাড়িটি ভেঙে পড়ে৷

নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গোটা বাড়ি, সেখানেই ঠায় বসে পোষ্য পথকুকুর৷
নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গোটা বাড়ি, সেখানেই ঠায় বসে পোষ্য পথকুকুর৷
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: এক রাতের মধ্যেই বদলে গিয়েছে সবকিছু৷ দু বেলা খেতে দিতেন যাঁরা তাঁরা হঠাৎ উধাও হয়ে গিয়েছেন৷ পরিচিত ভরসার সেই মানুষরা কখন ফিরে আসবেন, তারই যেন অপেক্ষায় সে৷
গত সোমবার রাতে পুরুলিয়ার টামনা থানা এলাকায় একটি মাটির বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়৷ আহত হন আরও তিন জন৷ ওই শবর পরিবারটিরই পোষ্য একটি পথ কুকুর ছিল৷ বাড়িতে না থাকলেও সারাদিন ওই বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করত সে৷ দু বেলা ওই সারমেয়টিকে খেতেও দিত ওই শবর পরিবারটি৷ পরিবারের সদস্য মানিক শবরের সঙ্গে সঙ্গেই প্রায় সারাদিন কাটাত সে৷
advertisement
সোমবার রাতে পুরুলিয়ার টামনা থানার ভাণ্ডারপুর গ্রামের কাছে একটি কাঁচা বাড়ি ভেঙে পড়ে৷ গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বাড়িটি ভেঙে পড়ে৷ আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পুলিশ জানিয়েছে, মানিক শবরের স্ত্রী বিনতি শবর ছাড়াও বাড়িতে বেড়াতে আসা আরও দু জনের মৃত্যু হয়েছে৷ মানকি শবর, তাঁর বাবা দলুই শবর এবং সাত বছরের মে জবা পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
advertisement
advertisement
শবর পরিবারটির মাটির ওই বাড়ি খেড়বন নামে যে জায়গায় ছিল, তার দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে অন্য কোনও বাড়ি ঘর নেই৷ মঙ্গলবার ভোরে কাছাকাছি একটি গ্রামের এক বাসিন্দা জঙ্গলে মাশরুম সংগ্রহ করতে গিয়ে একটি কুকুরকে অস্বাভাবিক আওয়াজ করে ডাকতে শোনেন৷ তখনই তিনি এগিয়ে গিয়ে দেখেন মাটির ওই বাড়িটি ভেঙে পড়ে আছে৷ ভেঙে পড়া মাটির দেওয়াল এবং টালির চালার নীচ থেকে মানুষের গোঙানির শব্দও তাঁর কানে এসে৷ এর পর স্থানীয় ওই বাসিন্দাই গ্রামের অন্যান্য বাসিন্দাদের এই দুর্ঘটনার খবর দেন৷ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে পুলিশ৷ যে কুকুরটি প্রথম এই বিপদের কথা জানান দিয়েছিল, সেটি এই সারমেয়টিই ছিল৷
advertisement
সোমবার রাতের ওই দুর্ঘটনায় শবর পরিবারের ওই মাটির বাড়ি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে রয়েছে তাঁদের কিছু জিনিসপত্র৷ কিন্তু দুর্ঘটনার পর থেকেই ওই জায়গাতেই ঠায় বসে আছে মানিক শবরের পোষ্য সেই সারমেয়টি৷ নয়তো ওই বাড়ির আশপাশেই ঘোরাফেরা করছে সে৷ যেন মানিক শবর এবং তাঁর পরিবারের জিনিসপত্রের পাহারাদার বসে রয়েছে তাঁদের প্রিয় পোষ্যটি৷ তার যেন বিশ্বাস, মানিক এবং তাঁর পরিবারের বাকি সদস্যরা ঠিক ফিরে আসবেন৷ গ্রামে ঘুরে বেড়ানো একটি পথকুকুরের এই প্রভুভক্তি দেখে অবাক ওই অঞ্চলের অন্যান্য বাসিন্দারাও৷ অনেকেই তাকে দেখতেও আসছেন৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মাটির বাড়ি ভেঙে মৃত ৩, প্রিয়জনদের পথে চেয়ে ঠায় বসে শবর পরিবারের পোষ্য সারমেয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement