#তারকেশ্বর: শ্রাবণ মাস মানেই শিবের আরাধনা। প্রতি বছর এই শ্রাবণে লক্ষ লক্ষ পূণ্যার্থী ভিড় জমান তারকেশ্বরের মন্দিরে। শুরু হয়েছে শ্রাবণী মেলাও। পুজো উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পূণ্যার্থীদের সুবিধায় চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন। তারকেশ্বরের মন্দির চত্বরে থিকথিকে ভিড়। পূণ্য লাভের আশায় দূরদূরান্ত থেকে মানুষ আসেন তারকনাথের মাথায় জল ঢালতে। শ্রাবণ মাস জুড়েই পূণ্যার্থীরা ভিড় জমান মন্দিরে। শেওড়াফুলির গঙ্গা থেকে জল নিয়ে প্রায় ৪০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পৌঁছান তারকেশ্বর মন্দিরে। তবে এসময় এতোই ভিড় হয়, নিরাপত্তার কারণেই গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না। বলা হয় রাজা বিষ্ণু দাসের ভাই তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন। তারপর তিনিই এই শিবলিঙ্গটি খুঁজে বার করেন। সেখানেই ১৭২৯ সালে তৈরি হয় আটচালা এই শিব মন্দির। কথিত আছে রামকৃষ্ণ ও সারদা দেবী এই মন্দিরে বহুবার পুজো দিয়েছেন। মন্দির চত্বরে রয়েছে নাটমন্দির, একটি কালী মন্দির ও লক্ষ্মী-নারায়ণের মন্দিরও। আর শিবমন্দিরের উত্তরে রয়েছে দুধপুকুর। ভক্তদের বিশ্বাস দুধপুকুরে স্নান করলে নাকি মনস্কামনা পূরণ হয়। স্থানীয়রা বলছেন, এবছর ভিড় আগের থেকে অনেক বেড়েছে। তারকেশ্বর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ঢেলে সাজানো হয়েছে মন্দির চত্বর। ভিড় এড়াতে মাত্র ৬০ টাকার বিনিময়ে বিশেষ লাইনের ব্যবস্থা করা হয়েছে। ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হচ্ছে। শ্রাবণ মাসের শনি, রবিবার বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশের সঙ্গে রয়েছেন স্বেচ্ছাসেবকরাও। পুজো উপলক্ষে পয়লা শ্রাবণ থেকে শুরু হয়েছে শ্রাবণী মেলা। চলবে ৩০ শে শ্রাবণ পর্যন্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lord Shiva, Shravan Month, Shravani Mela, Tarakeswar