North 24 Parganas News: ১৬ বছর ধরে নিখোঁজকে বাড়ি ফেরাল সুন্দরবনের মানুষ
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ঐ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও হ্যাম রেডিওর সাহায্যে অবশেষে কালনার বাড়িতে ফিরেছেন মানসিক ভারসাম্যহীন রহিম শেখ
উত্তর ২৪ পরগনা: ১৬ বছর ধরে নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল সুন্দরবনের গ্রামবাসীরা। গায়ে মলিন পোশাক, নাম নেই, পরিচয় নেই! গত ২ মাস ধরে মাঝে মধ্যেই তাঁকে দেখা যাচ্ছিল এলাকায়। অচেনা অজানা পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এই মধ্যবয়স্ক ব্যক্তি! গত কয়েকদিন ধরে হিঙ্গলগঞ্জ এলাকার আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘটনাটি নজর এড়ায়নি এলাকার মানুষের। কে তিনি? কোথায় থেকে এসেছেন? পথচারী ও এলাকার অনেকেই ওই ভবঘুরের সঙ্গে কথা বলে নাম-পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কারও কাছেই কিছু বলতে চাইতেন না তিনি। অবশেষে এলাকার মানুষ জানতে পারেন তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা ব্লকের মাথুরাতি এলাকায়।
এরপর ঐ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও হ্যাম রেডিওর সাহায্যে অবশেষে কালনার বাড়িতে ফিরেছেন মানসিক ভারসাম্যহীন রহিম শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ বাজারে বেশ কয়েকদিন ধরেই ঘোরাঘুরি করছিলেন রহিম শেখ। এলাকার মানুষ ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষের কাছে নিয়ে আসে।
advertisement
advertisement
এরপর তাঁর খাওয়া দাওয়ার ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এরপরই হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ হয়। তাদের সাহায্যেই ওই ব্যক্তির বাড়ির ঠিকানা জানা যায়। এর পরপরই ওই ব্যক্তির পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জে পৌঁছলে এলাকার মানুষ তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেয়।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 20, 2023 7:41 PM IST







