ঠাণ্ডা পানীয় খাইয়ে রোগীর আত্মীয়দের টাকা-গয়না লুট! মেশানো ছিল...! সদর হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Loot in Hospital: এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রোগীর আত্মীয়দের সঙ্গে আলাপ জমিয়ে ঠাণ্ডা পানীয় খেতে দেন। ওই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই বেহুঁশ হয়ে পড়েন ওই ৩ জন
নদিয়া, সমীর রুদ্রঃ হাসপাতাল চত্বরেই রোগীর আত্মীয়দের থেকে লুটপাট! ঠান্ডা পানীয়ের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে সর্বস্ব লুট রোগীর আত্মীয়দের। এই ঘটনায় কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, চাপড়ার বাসিন্দা লক্ষ্মী হালদার ও শান্তি হালদার এবং তেহট্টের বাসিন্দা মানিক দত্তের রোগী কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতে হাসপাতাল চত্বরেই তাঁরা বসে ছিলেন। সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁদের সঙ্গে আলাপ জমিয়ে ঠাণ্ডা পানীয় খেতে দেন।
আরও পড়ুনঃ খিদের চোটে আস্ত ছাগল গিলল অজগর! তারপর আর দেখে কে! হারাল নড়াচড়ার ক্ষমতা, সাহায্যে ছুটে এলেন বন কর্মীরা
ওই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই বেহুঁশ হয়ে পড়েন ওই ৩ জন। সেই সুযোগে তাঁদের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও সোনার গয়না চম্পট দেন ওই ব্যক্তি। এদিকে সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মাইকে রোগীর পরিবারকে ডাকলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি। এমনকি অন্যান্য রোগীর আত্মীয়রা তাঁদের ডাকাডাকি করলেও ঘুম ভাঙেনি।
advertisement
advertisement
বেশ কিছুক্ষণ পর ৩ জনের ঘুম ভাঙলেও অসুস্থ বোধ করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কোতয়ালী থানার পুলিশ। এরপর তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 11:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঠাণ্ডা পানীয় খাইয়ে রোগীর আত্মীয়দের টাকা-গয়না লুট! মেশানো ছিল...! সদর হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা