Passenger Launch Accident: হলদিয়ায় যাত্রী বোঝাই লঞ্চডুবি! আদৌ কাউকে উদ্ধার করা গেল?
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
কুকড়াহাটি থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে যাচ্ছিল লঞ্চটি। মূলত হলদিয়া শিল্পাঞ্চলে কাজে আসা শ্রমিকরা দিনের শেষে ওই লঞ্চে করে বাড়ি ফিরছিলেন
সুতাহাটা, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: শিল্প শহর হলদিয়ায় বুধবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ! গোটা ঘটনায় শিহরিত প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এ দিন বিকেলে একটি লঞ্চ হলদিয়া থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল। কিন্তু জেটি ঘাট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ডুবে যায়। তবে প্রাণহানির কোনও খবর নেই। লঞ্চে থাকা সকল যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা থানার কুকড়াহাটি থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে যাচ্ছিল লঞ্চটি। মূলত হলদিয়া শিল্পাঞ্চলে কাজে আসা শ্রমিকরা দিনের শেষে ওই লঞ্চে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু হঠাৎই লঞ্চের তলার পাটাতন ফুটো হয়ে হুহু করে জল ঢুকতে শুরু করে।
আরও পড়ুন: দিনের আলোয় ফাঁকা বাড়িতে চুরি করেও শেষ রেহাই মিলল না! ফালাকাটায় যা হল…
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুঁকড়াহাটি ফেরিঘাটের অদূরে দুর্ঘটনাটি ঘটে। ফেরিঘাট থেকে ছাড়ার পর কিছুটা দূরে গিয়ে বাঁক নিতে গিয়েই বিপত্তি ঘটে। হঠাৎই লঞ্চের পাটাতনে বড়সড় ফাটল ধরা পড়ে এবং দ্রুত জল ঢুকতে শুরু করে। মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কে দিশাহারা হয় পড়েন যাত্রীরা। তারস্বরে চিৎকার করতে থাকেন তাঁরা। তাঁদের চিৎকার শুনে পাড় ছুটে আসেন অন্যান্যরা। আশেপাশের অন্যান্য লঞ্চ ও নৌকাগুলিও উদ্ধারকাজের জন্য দ্রুত হাজির হয়ে যায়।
advertisement
advertisement
খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তারাও উদ্ধার অভিযানে সহযোগিতা করে। সকলের সহযোগিতায় খুব দ্রুত সব যাত্রীকে ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার করে নিরাপদে তীরে আনা সম্ভব হয়। ফলে শেষ পর্যন্ত প্রাণহানি বা অন্য কোনও বড় বিপদ ঘটেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লঞ্চে প্রায় ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলটি ফেরিঘাট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রায় সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে। কেন ও কীভাবে পাটাতন ফুটো হল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও জলপথ পরিবহন দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 8:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Passenger Launch Accident: হলদিয়ায় যাত্রী বোঝাই লঞ্চডুবি! আদৌ কাউকে উদ্ধার করা গেল?