ট্যারান্টুলার কামড়ে রেলযাত্রীর মৃত্যুর অভিযোগ
Last Updated:
ট্যারান্টুলার কামড়ে রেলযাত্রীর মৃত্যুর অভিযোগ। মৃত এগরার পিন্টু সাউ। রেলের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ।
#খড়গপুর: ট্যারান্টুলার কামড়ে রেলযাত্রীর মৃত্যুর অভিযোগ। মৃত এগরার পিন্টু সাউ। রেলের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। তামিলনাড়ু থেকে খড়গপুরে ফিরছিলেন পিন্টু। ওড়িশার কাছে ট্রেনে ট্যারান্টুলা কামড়ায় পিন্টু সাউয়ের পায়ে। যন্ত্রণার কথা টিকিট পরীক্ষককে জানান পিন্টু। সেখানে পিন্টুর কোনও চিকিৎসাই হয়নি ৷
ট্রেন খড়গপুরে পৌঁছলে দায়সারা চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে অভিযোগ রেলের বিরুদ্ধে। এগরায় বাড়ি ফিরে পিন্টুর পায়ে যন্ত্রণা বাড়ে। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
advertisement
গত শুক্রবার রাতে ট্যারেন্টুলার কামড় খান এক অন্তঃস্বত্ত্বা। ঘটনাটি ঘটে ডেবরা ব্লকেরই রঘুনাথপুরে। সেই খবর সম্প্রচারিত হতেই শনিবার গ্রামে পৌঁছান বন দফতরের কর্মীরা। মাকড়শাটিকে পাকড়াও করে নিয়ে যান তাঁরা। আক্রান্ত মমতা পাত্র সাঁতরার অবস্থা এখন স্থিতিশীল। তবে আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুটি ট্যারেন্টুলা ধরা পড়ায় আতঙ্কিত ডেবরার মানুষ। কারণ, এর আগে ২০১৬ সালেও এলাকায় ট্যারান্টুলার দেখা মিলেছিল। সেবার মাকড়শার কামড় খেয়েছিলেন ৫০-৬০জন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2018 10:42 AM IST