ডেবরায় ফের ট্যারেন্টুলার আতঙ্ক, বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ অন্তঃসত্ত্বা

Last Updated:

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ফের ট্যারেন্টুলার আতঙ্ক। ঘরে একটি বাঁশির মধ্যে ছিল মাকড়সাটি।

#ডেবরা: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ফের ট্যারান্টুলার আতঙ্ক।বিষধর মাকড়সার কামড়ে অসুস্থ অন্তঃসত্ত্বা। তাঁকে ডেবরার সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। ২০১৬ ও ২০১৭ সালেও পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও গোপীবল্লভপুরে ছড়িয়েছিল ট্যারান্টুলার আতঙ্ক। আতঙ্ক ছড়িয়েছিল উত্তরবঙ্গেও। ট্যারান্টুলা জুজু নয়। মত বিশেষজ্ঞদের।
বাঁশির মধ্যে লুকিয়ে ছিল মাকড়সাটি। বিছানার উপর রাখা বাঁশি সরাতে গেলে বেরিয়ে আসে সে। তাকে মারতে গেলেই অন্তঃসত্ত্বা মমতা পাত্র সাঁতরার হাতে কামড় বসিয়ে দেয় মাকড়সাটি। ডেবরার স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি ট্যারান্টুলা। তার কামড়ে ফুলে যায় হাত। মমতাকে ডেবরা সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।
advertisement
advertisement
এই প্রথম নয়। ২০১৬ ও ২০১৭ সালেও ট্যারান্টুলার আতঙ্ক ছড়িয়েছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। ডেবরায় মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ষাটজন। যদিও সেটি ট্যারেন্টুলা নয় বলে দাবি করে বনদফতর। ২০১৭ সালে জুনে ট্যারান্টুলার দেখা মিলেছিল জলপাইগুড়ির ধূপগুড়িতেও। বর্ষার আগে নদীর ধার বরাবর গ্রামগুলিতে ট্যারান্টুলার দেখা পাওয়া অস্বাভাবিক নয়। বলছেন বিশেষজ্ঞরা।
advertisement
তবে আতঙ্কের কিছু নেই। সঠিক সময়ে ব্যবস্থা নিলে ট্যারান্টুলা কামড়ালেও প্রাণহানির সম্ভাবনা নেই। মত ডিএফও-র।
আর কিছুদিন পরই বর্ষা। সেই সময়ে নদী ধারের জঙ্গল ঘেরা গ্রামগুলিতে এই ধরণের মাকড়সার আরও দেখা মিলতে পারে। নদী বা ঝোরার জল বেয়ে আসা বিষাক্ত মাকড়সাগুলির সবচেয়ে বেশি পছন্দ বাড়ির আশপাশের আবর্জনা। চিকিৎসকরা বলছেন, এই সময়ে সতর্ক থাকলেই সমস্যা এড়ানো সম্ভব।
advertisement
---রাতে মশারি টাঙিয়ে শুতে হবে
---বাড়ি থেকে বেরলে টর্চ বা আলো নিয়ে বেরতে হবে
----বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে
---নিয়মিত ঝোপে কীটনাশক ছড়াতে হবে
ডেবরায় ট্যারান্টুলার কামড়ে আহত অন্তসত্ত্বা মমতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আরও ফুলে গেছে হাত। তবে এটি সত্যি ট্যারান্টুলা কিনা খতিয়ে দেখছে বন দফতর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডেবরায় ফের ট্যারেন্টুলার আতঙ্ক, বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ অন্তঃসত্ত্বা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement